Aamir Khan Daughter Ira Khan: 'ব্রা পরা ছবিতে গালাগাল দেওয়া হয়ে গেলে এগুলি দেখুন', পাল্টা আমির-কন্যা ইরা খানের!

Last Updated:

পাশেই দাঁড়িয়ে ছিলেন আমির খান ও তাঁর প্রথম পক্ষের স্ত্রী রিনা দত্ত। (Aamir Khan Daughter Ira Khan)

Aamir Khan Daughter Ira Khan
Aamir Khan Daughter Ira Khan
#মুম্বই: রবিবার নিজের ২৫ বছরের জন্মদিনের আরও কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ইরা খান। এবং তারই সঙ্গে সমালোচকদের একহাত নিয়ে কড়া জবাব দিয়েছেন আমির খানের মেয়ে ইরা। কীসের জবাব? গত ৯ মে নিজের ২৫ বছরের জন্মদিনের ছবি শেয়ার করেছিলেন ইরা। সেখানে তাঁকে দেখা গিয়েছিল বিকিনি পরে কেক কাটতে। পাশেই দাঁড়িয়ে ছিলেন আমির খান ও তাঁর প্রথম পক্ষের স্ত্রী রিনা দত্ত। (Aamir Khan Daughter Ira Khan)
শুধু এঁরাই নন, ইরার বয়ফ্রেন্ড নুপূর শিখারে, আমিরের দ্বিতীয় পক্ষের স্ত্রী কিরণ রাও, তাঁদের ছেলে আজাদও উপস্থিত ছিলেন। বিকিনি পরে কেক কাটা থেকে সুইমিং পুলে প্রাণের মানুষের সঙ্গে খুনসুটির নানা মুহূর্ত শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই চরম ট্রোলের শিকার হতে হয়েছিল ইরাকে। কেন তিনি এমন পোশাক পরে কেক কাটছেন, কেন ব্রা পরে রয়েছেন বাবা-মায়ের সামনে-- এমন অযাচিত প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Ira Khan (@khan.ira)

advertisement
View this post on Instagram

A post shared by Ira Khan (@khan.ira)

advertisement
আরও পড়ুন: ইরার জন্মদিনে ফের 'কাছাকাছি' আমির খান ও রিনা দত্ত, ছবি ভাইরাল
এমনকী অভিনেত্রী ফতিমা সানা শেখও এসেছিলেন সেই পার্টিতে। যাঁর সঙ্গে আমিরের প্রেম রয়েছে বলে গুঞ্জন শোনা যায়। তবে এমন সমালোচনায় দমবার পাত্রী নন ইরা খান। রবিবার ফের জন্মদিনের আরও কয়েকটি বিকিনি পরা ছবি শেয়ার করে তিনি ট্রোলদের পাল্টা জবাবে লিখেছেন, 'যদি সবার ঘৃণা ও ট্রোল করা হয়ে থাকে তাহলে এখানে আরও ছবি রইল'। অর্থাৎ, তিনি যে এমন সমালোচনাকে পাত্তাই দেননি, সে কথাই জানিয়ে দিয়েছেন আমির-কন্যা ইরা খান।
advertisement
ইরার বয়ফ্রেন্ড নুপূর শিখারেও সোশ্যাল মিডিয়ায় ইরার জন্মদিনের ঝলক শেয়ার করেছেন। সেখানে ঘনিষ্ঠ একাধিক ছবি শেয়ার করে নুপূর লিখেছেন, 'হ্যাপি বার্থডে আমার ভালোবাসা। আমি তোমাকে খুব ভালোবাসি বাবস'। ভালোবাসার মানুষকে আগলে রাখার বার্তায় ফের একবার সর্বসমক্ষেই আমিরের মেয়েকে নিজের প্রেমিকা হিসেবেও উল্লেখ করেছেন নুপূর। ইরা সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছেন, তাঁর ভাই জুনেইদ ছবি পরিচালনার কাজ করেন বাবা আমিরকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aamir Khan Daughter Ira Khan: 'ব্রা পরা ছবিতে গালাগাল দেওয়া হয়ে গেলে এগুলি দেখুন', পাল্টা আমির-কন্যা ইরা খানের!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement