Aamir Khan: গালে কষিয়ে থাপ্পড় মেরে রিনা বলেন, 'এই সব বন্ধ কর!' পরে কামড়েও দেন! কেন? আমির সব ফাঁস করলেন

Last Updated:

Aamir Khan: ব্যক্তিগত জীবনের মজার ঘটনা বলতে গিয়ে আমির বললেন প্রাক্তন স্ত্রী ও তাঁর একমাত্র মে ইরার মা রিনা দত্তের কথা। বললেন, রিনা দত্তের কাছে চড় খেয়েছেন তিনি। কিন্তু কেন?

আমির খানকে চড়় মারেন রিনা, কেন?
আমির খানকে চড়় মারেন রিনা, কেন?
কলকাতা: এই প্রথমবার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর মঞ্চে দেখা যাবে আমির খানকে। কপিল শর্মার শো-তে এসে নিজের জীবনের নানা ঘটনার কথা শেয়ার করলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। ব্যক্তিগত জীবনের মজার ঘটনা বলতে গিয়ে আমির বললেন প্রাক্তন স্ত্রী ও তাঁর একমাত্র মে ইরার মা রিনা দত্তের কথা। বললেন, রিনা দত্তের কাছে চড় খেয়েছেন তিনি। কিন্তু কেন?
দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গেই এখনও দারুণ সম্পর্ক আমিরের। সেই প্রথম প্রাক্তন স্ত্রী বেশ কষিয়ে সুপারস্টারের গালে চড় মেরেছিলেন। কী এমন হয়েছিল? কপিল শর্মার নেটফ্লিক্সের শোয়ে এসে সেকথা ফাঁস করলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।
আরও পড়ুন: ‘সরি স্যর, বাই বাই’! চাকরি ছেড়ে বসের সামনে ঢাক-ঢোল পিটিয়ে নাচ কর্মীর, কারণ শুনলে মাথা ঘুরে যাবে
আমির বলেন, ঘটনাটি ঘটেছিল তাঁর বড় ছেলে জুনেইদের জন্মের সময়। হাসপাতালে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন রিনা। ভাল স্বামী হতে গিয়ে তাঁকে ব্রিদিং এক্সারসাইজ করানোর চেষ্টা করছিলেন আমির। নিজেও তা করছিলেন। রিনাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছিলেন তিনি। তার বদলে পান থাপ্পড়। আমিরের গালে কষিয়ে থাপ্পড় মেরে রিনা বলেন, ‘এই সব বন্ধ কর!’
advertisement
advertisement
আমির আরও বলেন, ‘রিনাজি প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছিলেন। এমনকী আমার হাতেও কামড়ে দিয়েছে’। অনেকেই হয়ত জানেন না, ভালোবেসে ১৯ বছরের রিনাকে বিয়ে করেছিলেন বছর ২১-এর ঝকঝকে যুবক আমির। তাঁদের প্রেম কাহিনি কোনও ফিল্মের গল্পের চেয়ে কম রোমাঞ্চক নয়। পাশের বাড়ির মেয়ে রিনার সৌন্দর্যে ছেলেবেলা থেকেই বুঁদ ছিলেন আমির। ১৯৮৬ সালে বিয়ে হয়েছিল রিনা-আমিরের। ২০০২ সালে ১৬ বছর দীর্ঘ দাম্পত্যে ইতি টানেন দুজনে। তাঁদের দুই সন্তান ইরা খান ও জুনেইদ খান। রিনার সঙ্গে বিচ্ছেদের মাস কয়েক পরে কিরণ রাও-কে বিয়ে করেন আমির। সেটিও পরে ভেঙে যায়।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aamir Khan: গালে কষিয়ে থাপ্পড় মেরে রিনা বলেন, 'এই সব বন্ধ কর!' পরে কামড়েও দেন! কেন? আমির সব ফাঁস করলেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement