Viral Video: 'সরি স্যর, বাই বাই'! চাকরি ছেড়ে বসের সামনে ঢাক-ঢোল পিটিয়ে নাচ কর্মীর, কারণ শুনলে মাথা ঘুরে যাবে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral Video: ঢাক-ঢোল বাজিয়েদের অফিসের সামনে ভাড়া করে এনেছিলেন অনিকেত নিজেই। কোম্পানি থেকে চাকরি ছাড়ার সময় এমন অনভিপ্রেত ঘটনায় সকলেই হতভম্ব হয়ে যান।
পুণে: রবিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ঘটনাগুলির মধ্যে এটি অন্যতম। পুণেতে এক যুবত নিজের চাকরি ছেড়ে প্রাক্তন বসের সামনে ঢাক-ঢোল পিটিয়ে নাচ করলেন। কারণ, ওই যুবকের দাবি, অফিসের পরিবেশ বিষাক্ত। অনিকেত নামের ওই কর্মী সেলস বিভাগে কর্মরত ছিলেন। চাকরি থেকে রেজিগনেশন দিয়ে অফিসের সামনেই প্রাক্তন বসের সামনে নাচ করেন অনিকেত।
ঢাক-ঢোল বাজিয়েদের অফিসের সামনে ভাড়া করে এনেছিলেন অনিকেত নিজেই। কোম্পানি থেকে চাকরি ছাড়ার সময় এমন অনভিপ্রেত ঘটনায় সকলেই হতভম্ব হয়ে যান। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কথা শেয়ার করেছেন অনিশ ভগত নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর।
advertisement
advertisement
আরও পড়ুন: ফ্যানের হাওয়া গায়েই লাগছে না? গতি কমে ঠান্ডা হাওয়া উধাও? এই এক টিপসে আবার ফুল স্পিডে ঘুরবে পাখা
অনিশ এই ছবি ও ঘটনার শেয়ার করে লিখেছেন, ‘আজকালকার বেসরকারি কোম্পানিগুলির বিষাক্ত কাজের পরিবেশের সঙ্গে অনেকেই পরিস্থিতি মেলাতে পারবেন। কোনও সম্মান নেই কাজের’। অনিকেতের কথাও জানান তিনি। আজ থেকে তিন বছর আগে এই চাকরি অনিকেত ছেড়েছিলেন। কারণ, তাঁর বস তাঁকে মিডল ক্লাস বলে খুবই অসম্মান করেছিলেন বলে অভিযোগ।
advertisement
অনিশ ও তাঁর বন্ধুরাও সেদিন অনিকেতের ফেয়ারওয়েলে উপস্থিত ছিলেন অফিসের বাইরে। ঢাক ঢোল বাজিয়ে অনিকেত নেচে তাঁর প্রাক্তন বসকে বলেছিলেন, ‘সরি স্যর, বাই বাই’। খুবই লজ্জায় পড়েছিলেন বস। সেগুলি ভিডিও করে ভাইরাল করা হয়েছিল। অনিকেত পরবর্তীতে ফিটনেস ট্রেনার হিসেবে কর্মরত।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2024 2:45 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: 'সরি স্যর, বাই বাই'! চাকরি ছেড়ে বসের সামনে ঢাক-ঢোল পিটিয়ে নাচ কর্মীর, কারণ শুনলে মাথা ঘুরে যাবে