Aamir-Sanjeeda Divorce: 'আমির আলির সঙ্গে বিবাহবিচ্ছেদ যেন আশীর্বাদ'! সঞ্জিদা মুখ খুলতেই...! পাল্টা যা করলেন তাঁর প্রাক্তন?
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Aamir-Sanjeeda Divorce: নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি স্টোরি শেয়ার করেছেন তিনি। যেখানে একটি সেলফি পোস্ট করে তিনি লিখেছেন, “এই আবহাওয়ায় ঠান্ডা থাকা… কিন্তু ভাই গরম তো আছেই!”
এক সময় হিন্দি টেলিদুনিয়ার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেত্রী সঞ্জিদা শেখ এবং অভিনেতা আমির আলি। অথচ সেই জনপ্রিয় জুটির ঘর এক সময় ভেঙে গিয়েছে। সেই প্রসঙ্গেই সম্প্রতি মুখ খুলেছেন সঞ্জিদা। আর তাঁর সেই বক্তব্য ভাইরাল হওয়ার পর থেকে এই প্রথমবার পোস্ট করতে দেখা গেল তাঁর প্রাক্তন স্বামী আমির আলিকে।
সঞ্জয় লীলা বনশালির ‘হিরামান্ডি’-তে অভিনয় করে ভক্তদের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন দাপুটে অভিনেত্রী সঞ্জিদা। শুধু তা-ই নয়, এই সাফল্যের স্বাদ তারিয়ে তারিয়ে উপভোগ করছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি বিচ্ছেদের প্রসঙ্গে বলেছেন যে, আমিরের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর্ব কাটিয়ে উঠেছেন। আর এটা তাঁর কাছে আশীর্বাদের মতো।
প্রাক্তন স্ত্রী-র এহেন মন্তব্যের পরেই অবশ্য এক অন্য ভঙ্গিতে দেখা গেল আমির আলিকে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি স্টোরি শেয়ার করেছেন তিনি। যেখানে একটি সেলফি পোস্ট করে তিনি লিখেছেন, “এই আবহাওয়ায় ঠান্ডা থাকা… কিন্তু ভাই গরম তো আছেই!” পরে অবশ্য অভিনেতা জানিয়েছেন যে, দিল্লির একটি ফ্যাশন ইভেন্টে শো-স্টপার হিসেবে যোগ দিতে যাচ্ছেন তিনি।
advertisement
advertisement
প্রসঙ্গত ভারতীয় টেলিদুনিয়ার জনপ্রিয় নাম ছিলেন আমির-সঞ্জিদা। দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকার পরে ২০১২ সালে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। তাঁদের প্রায় ৮ বছরের সংসারজীবনের অবসান ঘটে ২০২০ সালে। অবশেষে ২০২১ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁদের। বর্তমানে কন্যা আয়রা আলির কাস্টডি সঞ্জিদার হাতেই।
advertisement
Hauterrfly-র সঙ্গে আলাপচারিতায় সঞ্জিদা বলেন, “সিঙ্গেল মাদার কী? আমি তো একজন মা… আমি তো প্রত্যেককে বলি যে, একজন মা মা-ই হন। সিঙ্গেল কি সিঙ্গেল নন, সেটা কোনও ব্যাপারই নয়! আমার দায়িত্ব তো আর বদলে যাবে না। একজন মা হিসেবে আমার যা করণীয়, সেটাই আমায় করতে হবে।”
advertisement
এরপর বিবাহবিচ্ছেদের প্রসঙ্গে ‘হিরামান্ডি’ অভিনেত্রী বলেন যে, “আমার সঙ্গে যা হয়েছে, তা নিয়ে আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি। আমার তখন মনে হত, আমি সবথেকে বিষণ্ণ কিংবা দুঃখে রয়েছি। মনে হত, আমার সঙ্গে এটা কী হচ্ছে? আর আমার জীবনে এ কী-ই বা হচ্ছে? কিন্তু সেই সমস্ত কিছু কাটিয়ে ওঠার জন্য এবং নতুন ভাবে নিজেকে পেয়ে আনন্দিত হয়ে আমি সত্যিই আশীর্বাদধন্য।”
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2024 4:44 PM IST