#চেন্নাই: গতকালই ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ আহমেদাবাদ বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানাতে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভারতীয় সংস্কৃতির সঙ্গে ট্রাম্পকে পরিচয় করানোর জন্য বিমানবন্দর থেকেই শুরু হয়েছিল বিশেষ বিনোদনের ব্যবস্থা ৷ এমনকী, ট্রাম্পকে স্বাগত জানাতে মোতারেন স্টেডিয়ামে হাজির হয়েছিলেন এ আর রহমানও৷
তবে এবার ট্রাম্পকে অন্যভাবে স্বাগত জানালেন রহমান ৷ বাঁধলেন এক গান ৷ যে গানে উঠে এল ‘অহিংসা’র কথা ৷
তবে এই গান নতুন নয় ৷ ২০১৯ সালে একটি লাইভ কনসার্টের জন্যই রহমান তৈরি করেছিলেন এই গান ৷ সোমবার এই গান তিনি উৎস্বর্গ করলেন ট্রাম্পকে ৷ ট্যুইট করলেন সেই গান ৷
দেখুন রহমানের সেই ট্যুইট----
Here's a track from us to welcome @POTUS to India 🇮🇳, the land of Gandhi. https://t.co/61rjyhxV16
— A.R.Rahman (@arrahman) February 24, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: A.R Rahman, Donald Trump, News, Song