West Bengal Lok Sabha Election Result 2024: তুমুল লড়াই জুন-অগ্নিমিত্রার! মেদিনীপুরে তৃণমূল প্রার্থী এগিয়ে ২৫ হাজার ভোটে
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
West Bengal Lok Sabha Election Result 2024: বঙ্গরাজনীতির অন্যতম পীঠস্থান মেদিনীপুর। চলতি বছর মেদিনীপুরে দুই তারকা বিধায়কের লড়াই। একজন তৃণমূলের জুন মালিয়া, অন্যদিকে, বিজেপির অগ্নিমিত্রা পাল।
মেদিনীপুরঃ বঙ্গরাজনীতির অন্যতম পীঠস্থান মেদিনীপুর। চলতি বছর মেদিনীপুরে দুই তারকা বিধায়কের লড়াই। একজন তৃণমূলের জুন মালিয়া, অন্যদিকে, বিজেপির অগ্নিমিত্রা পাল। লোকসভা নির্বাচনের গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টার সময় মেদিনীপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন জুন মালিয়া। পিছিয়ে রয়েছেন অগ্নিমিত্রা পাল। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ২৪৩৯২ ভোটে এগিয়ে তৃণমূলের প্রার্থী।
আরও পড়ুনঃ প্রাক্তন শ্বশুর বনাম জামাইয়ের হাড্ডাহাড্ডি লড়াই শ্রীরামপুর লোকসভায়
২০১৯ সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর দখল করেছিল বিজেপি। মেদিনীপুর কেন্দ্রে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। তবে, এবার মেদিনীপুর থেকে ভোটে লড়েননি দিলীপ। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে এবার লড়েছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি।
advertisement
অপরদিকে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে থেকে লড়ে জিতেছিলেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। গতবছর প্রথম বার ভোটে লড়ে জয়ী হয়েছিলেন তৃণমূলের জুন মালিয়া। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হন তিনি।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 04, 2024 12:58 PM IST