Tripura News: ‘লোকসভা ও উপনির্বাচনে ত্রিপুরায় বিজেপির প্রার্থীদের জয় সুনিশ্চিত...’ জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে শোষণের জন্য বিরোধীদের তীব্র নিন্দা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার।
আগরতলা: ‘‘জাতি-জনজাতি সকল অংশের মানুষের সার্বিক কল্যাণে কাজ করাকে অন্যতম অগ্রাধিকার দিয়েছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন ত্রিপুরা সরকার। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রচুর মানুষ এখন ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে। বিজেপির মাইনরিটি মোর্চাও মানুষের জন্য ভালো কাজ করছে। সংখ্যালঘু সম্প্রদাযয়ের মানুষকে অর্থনৈতিকভাবে পিছিয়ে রেখে শুধু ভোট ব্যাঙ্কের রাজনীতি করে গিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি।’’ আসন্ন নির্বাচনকে সামনে রেখে আগরতলার জয়নগর এলাকায় আয়োজিত এক নির্বাচনী পদযাত্রায় অংশগ্রহণ করে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে এই রোড শো-র আয়োজন করা হয়।
মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ‘‘রামনগর কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার সবসময় মানুষের সেবায় নিয়োজিত থেকেছেন। আগরতলা পুর নিগমের মেয়র হিসেবেও মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করেছেন তিনি। দীপক মজুমদার মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে তাদের আস্থা ও সম্মান অর্জন করেছেন। বিজেপি কর্মীরাও তাঁকে শ্রদ্ধার আসনে রাখেন। এর জন্যই দল তাঁকে প্রার্থী হিসাবে বেছে নিয়েছে এবং উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। জননেতা সুরজিত দত্তের অকাল প্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছে সেটা পূরণ করার নয়। তবুও তাঁর অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা চালিয়ে যাবেন দীপক মজুমদার। ’’
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘‘গতকালও এই এলাকায় এসে এটা স্পষ্ট হয়েছিল এখানে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের একটা উল্লেখযোগ্য অংশ আমাদের বিজেপি মনোনীত প্রার্থীর প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছেন। আজও আমরা সংখ্যালঘু মানুষের বাড়ি বাড়ি গিয়ে বার্তা দিয়েছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপনাদের কাছ থেকে আশীর্বাদ নিতে আমাদের পাঠিয়েছেন।’’ ত্রিপুরার মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন আসন্ন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এবং রামনগর বিধানসভা কেন্দ্রের মানুষ বিজেপি প্রার্থীদের ভোট প্রদানের জন্য প্রস্তুত রয়েছেন।
Location :
Agartala,West Tripura,Tripura
First Published :
April 08, 2024 9:37 AM IST