Assembly Elections 2024: রইল পড়ে ভোটের প্রচার! চিকিৎসক প্রার্থী যা করলেন, ভোটের ময়দানে বিরল ছবি

Last Updated:

পেশায় চিকিৎসক গোত্তিপতি লক্ষ্মী নামে এক মহিলা চিকিৎসক এবার অন্ধ্রের বিধানসভা নির্বাচনে টিডিপি-র প্রার্থী হয়েছেন৷

সদ্যোজাতকে কোলে নিয়ে টিডিপি প্রার্থী লক্ষ্মী৷
সদ্যোজাতকে কোলে নিয়ে টিডিপি প্রার্থী লক্ষ্মী৷
হায়দরাবাদ: লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশে বিধানসভা ভোটও অনুষ্ঠিত হতে চলেছে৷ ভোট প্রচারে প্রার্থীরা যখন এক চুল জায়গা বিপক্ষ শিবিরকে ছাড়তে নারাজ, তখন নিজের রাজনীতির আগে নিজের কর্তব্যবোধকে অগ্রাধিকার দিয়ে ব্যতিক্রমী হয়ে থাকলেন তেলুগু দেশম পার্টি (টিডিপি-র) এক প্রার্থী৷
জানা গিয়েছে, পেশায় চিকিৎসক গোত্তিপতি লক্ষ্মী নামে এক মহিলা চিকিৎসক এবার অন্ধ্রের বিধানসভা নির্বাচনে টিডিপি-র প্রার্থী হয়েছেন৷ গত বৃহস্পতিবার নিজের ভোট প্রচার পিছিয়ে দিয়ে এক অন্তসত্ত্বা মহিলার অস্ত্রোপচার করতে চলে যান লক্ষ্মী৷ সময় মতো অস্ত্রোপচার না হলে গর্ভস্থ সন্তানের মৃত্যুর পাশাপাশি ওই মহিলারও জীবন বিপন্ন হতে পারত বলে খবর৷
আরও পড়ুন: ১০২ আসনে ভোট পড়ল ৬০.০৩ শতাংশ, প্রথম দফা দেখেই বিরাট দাবি মোদির
advertisement
advertisement
অন্তঃসত্ত্বা ওই মহিলার জরুরি অস্ত্রোপচার প্রয়োজন, এই খবর পেয়েই দ্রুত হাসপাতালে পৌঁছনোর সিদ্ধান্ত নেন পেশায় চিকিৎসক টিডিপি-র ওই প্রার্থী৷ লক্ষ্মী নিজে প্রথমবার ভোটে দাঁড়ালেও তাঁর পরিবার দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত৷ এবার প্রকাশম জেলার দরসি কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন তিনি৷
advertisement
সময় মতো অস্ত্রোপচারের লক্ষ্মী এবং তাঁর সন্তান, দু জনেই সুস্থ আছেন৷ পরে লক্ষ্মী জানান, বেসরকারি হাসপাতালের ওই চিকিৎসকরা ওই মহিলাকে গুন্টুরে রেফার করেন৷ আমি মা এবং শিশুকে প্রাণ বাঁচাতে দ্রুত হাসপাতালে পৌঁছই৷
সমাজমাধ্যমে লক্ষ্মী আরও লেখেন, একটি শিশুকে এই পৃথিবীর আলো দেখানো এবং তাদের মুখের হাসি আমাকে সবথেকে বেশি আনন্দ দেয়, অনুপ্রাণিত করে৷ ওই দিনটা খুব ভাল কাটল৷ লক্ষ্মী একই সঙ্গে জানিয়েছেন, ভোটে জিতলে নিজের বিধানসভা এলাকায় একটি হাসপাতাল তৈরি করতে চান তিনি৷
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Assembly Elections 2024: রইল পড়ে ভোটের প্রচার! চিকিৎসক প্রার্থী যা করলেন, ভোটের ময়দানে বিরল ছবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement