Sujata Mondal Tmc Candidates: ভোটের জন্য কী ই না করতে হয়! তবে, সুজাতা মণ্ডল যা করলেন, ভাবাই যায় না! দেখুন একবার...

Last Updated:

Sujata Mondal Tmc Candidates: প্রচারে বেরিয়ে এক যুবকের সখের চুল কেটে দিলেন সুজাতা মণ্ডল।

+
নতুন

নতুন ভূমিকায় সুজাতা মণ্ডল!

বাঁকুড়া: যে রাঁধে, সে চুলও বাঁধে। চুল না বাঁধলেও, বিষ্ণুপুর লোকসভার কেন্দ্রের প্রাণ ভোমরা বিষ্ণুপুর শহরে প্রচারে এসে নাপিতের ভূমিকায় তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। কাঁচি হাতে কুচকুচ করে এক যুবকের চুল কেটে দিলেন সুজাতা। পাশ থেকে কেউ একজন তারস্বরে বলে উঠলেন , ‘যিনি রাজনৈতিক দায়িত্ব নিতে পারেন, তিনি চুলও কাটতে পারেন।’ বিষ্ণুপুরের মা ছিন্নমস্তার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছিলেন সুজাতা।
প্রথমে দোকানে দোকানে গিয়ে তারপর চায়ের দোকান হয়ে টোটো স্ট্যান্ড এবং সবজি বিক্রেতার কাছেও ভোট দেওয়ার আবেদন করেন। অবশেষে একটি সেলুন দেখেই ঢুকে পড়েন সুজাতা। নাপিতের কাছ থেকে কাঁচি নিয়ে এক যুবকের চুল কাটতে শুরু করে দেন তিনি। ততক্ষণে সেলুনের বাইরে উৎসুক জনতার ভিড় জমে গিয়েছে। চোখ ছানাবড়া করে আসন্ন লোকসভা ভোটের তৃণমূল প্রার্থীর নাপিতের মতো চুল কাটার দৃশ্য দেখতে থাকেন মানুষ।
advertisement
advertisement
মা ছিন্নমস্তার মন্দিরে দাঁড়িয়ে দলের জয় আশা করেন সুজাতা মণ্ডল। এদিকে সুজাতার প্রাক্তন স্বামী বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ’র ব্যাপারে জিজ্ঞেস করতেই তিনি বলেন, “পবিত্র জায়গায় অপবিত্র নাম না নেওয়াই ভাল।”
advertisement
ভোট যত এগিয়ে আসবে। বাড়বে প্রচার এবং জনসংযোগ। নতুন নতুন মৌলিক ছবি উঠে আসবে জন সাধারণের কাছে। সেই রকমই এক দৃশ্য, ভোট প্রার্থীর চুল কাটার ছবিও দেখল বাঁকুড়ার মানুষ।
—– নীলাঞ্জন ব্যানার্জী
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Sujata Mondal Tmc Candidates: ভোটের জন্য কী ই না করতে হয়! তবে, সুজাতা মণ্ডল যা করলেন, ভাবাই যায় না! দেখুন একবার...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement