Rachana Banerjee on Sidhant Mohapatra: প্রাক্তন স্বামীকে শুভেচ্ছা, সিদ্ধান্ত বিজেপিতে যাওয়ায় কী বললেন তৃণমূলের রচনা?

Last Updated:

গতকালই রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী ওড়িয়া সিনেমার তারকা সিদ্ধান্ত মহাপাত্র বিজেপিতে যোগদান করেন তিনি৷

+
প্রতিকী

প্রতিকী চিত্র 

হুগলি: হুগলিতে ভোট প্রচারে বেরিয়ে প্রাক্তন স্বামীকে নিয়ে মুখ খুললেন হুগলি লোকসভা তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্রকে নিয়ে প্রথম বার প্রতিক্রিয়া দিলেন রচনা। শুভেচ্ছা বার্তা জানালেন তাঁকে, একই সঙ্গে তিনি বললেন উন্নয়নের কথা।
প্রসঙ্গত, গতকালই রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী ওড়িয়া সিনেমার তারকা সিদ্ধান্ত মহাপাত্র বিজেপিতে যোগদান করেন তিনি৷ এর আগে ওড়িশার শাসক দল বিজেডির দু বারের সাংসদ ছিলেন সিদ্ধান্ত৷
advertisement
২৪-এর লোকসভা নির্বাচনের তৃণমূলের টিকিটে বিজেপির তারকা প্রার্থী এবং হুগলির বর্তমান সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। নাম ঘোষণার পর থেকে একেবারে মাটি কামড়ে প্রচার করছেন রচনা। প্রতিদিনই জনসংযোগে বেরোচ্ছেন তিনি কথা বলছেন মানুষজনের সঙ্গে। মানুষকে বোঝাচ্ছেন বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য ও তৃণমূলের সঙ্গে থাকার জন্য। ঠিক এমন সময় রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র বিজেডি ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। তিনি বিজেপির প্রার্থীও হতে পারেন।
advertisement
এ দিন প্রাক্তন স্বামীর বিজেপিতে যোগদান নিয়ে প্রশ্ন করা হলে রচনার সংক্ষিপ্ত জবাব, ‘আমার অনেক শুভেচ্ছা সিদ্ধান্তকে।’ এর পরেই অবশ্য তিনি বলেন, ‘আমি দিদির সঙ্গে আছি, দিদির পাশে আছি। পশ্চিমবঙ্গের যাতে উন্নতি হয় আমি তার জন্য লড়াই করছি। এখন আমি হুগলিবাসীর কথা বলব, এখন আমি হুগলিতে এসেছি তাই হুগলির কথাই বলব। হুগলির উন্নয়ন করব। তারপর কে কোথায় যাচ্ছে, কে কোথায় যোগদান করছে, কে কী বলে বেড়াচ্ছে এত ভাবার আর বলার সময় নেই।’
advertisement
প্রচণ্ড গরমে সকাল থেকে প্রচার করছেন। রচনা স্বীকার করে নেন, ‘খুব গরম লাগছে ঠিকই তাই একটু ফল ডাবের জল খাচ্ছি। হালকা  খাবার খাচ্ছি, জল বেশি খাচ্ছি। ত্বক ও চুলের যত্নের ব্যাপারে বলেন,দু মাসের জন্য অত ভাবলে হবে না, দুমাস পরে সব যত্ন নেব।’
রাহী হালদার
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Rachana Banerjee on Sidhant Mohapatra: প্রাক্তন স্বামীকে শুভেচ্ছা, সিদ্ধান্ত বিজেপিতে যাওয়ায় কী বললেন তৃণমূলের রচনা?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement