Narendra Modi road show in Kolkata: মায়ের বাড়িতে প্রসাদ খেয়ে হুডখোলা গাড়িতে সিমলা স্ট্রিট, কলকাতায় প্রথম রোড শো মোদির

Last Updated:

প্রধানমন্ত্রীর এই রোড শো ঘিরে এ দিন সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ ছিল তুঙ্গে৷ রাস্তার দু পাশেই ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ৷

কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শো৷
কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শো৷
কলকাতা: আগামী ১ জুন কলকাতা সহ রাজ্যের ৯টি কেন্দ্রে শেষ দফার নির্বাচন৷ তার আগে দিনভর রাজ্যে প্রচারের ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অশোকনগর, বারুইপুরে জনসভার পর প্রথমবার কলকাতায় রোড শোও করলেন নরেন্দ্র মোদি৷
এ দিন সন্ধ্যায় ৭টার কিছু পরে প্রথমে বাগবাজারে মায়ের বাড়িতে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে এর পর শ্যামবাজার থেকে রোড শো শুরু করেন তিনি৷ সূত্রের খবর, আলাদা করে বসার আসন তৈরি রাখা হলেও মাটিতে বসেই কয়েক মিনিট প্রার্থনা করেন প্রধানমন্ত্রী৷ এর পর কিছুটা তাড়াহুড়ো করেই অল্প প্রসাদও খান তিনি৷
advertisement
advertisement
বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ মহারাজের সঙ্গে কথাও বলেন তিনি৷ অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গেও কুশল বিনিময় করে মায়ের বাড়ি ছাড়েন প্রধানমন্ত্রী৷
রোড শো শুরু করার আগে অবশ্য শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদানও করেন প্রধানমন্ত্রী৷ এর পর হুডখোলা গাড়িতে করে শুরু হয় প্রধানমন্ত্রী রোড শো৷ গন্তব্য ছিল কয়েক কিলোমিটার দূরে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি৷ রাত ৮.১৫ নাগাদ সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটেয় পৌঁছন প্রধানমন্ত্রী৷ সেখানে স্বামীজির মূর্তিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী৷
advertisement
এ দিন মূলক কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে এই রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তবে তাঁর সঙ্গে ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তও৷ এ ছাড়াও বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও রোড শোয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছে৷
প্রধানমন্ত্রীর এই রোড শো ঘিরে এ দিন সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ ছিল তুঙ্গে৷ রাস্তার দু পাশেই ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ৷ প্রায় গোটা রাস্তাতেই প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে পুষ্পবৃষ্টি চলতে থাকে৷ রাস্তার পাশে থাকা বাড়ির বারান্দা, ছাদ থেকেও প্রধানমন্ত্রীকে দেখতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ৷
advertisement
প্রধানমন্ত্রীর এ দিনের রোড শো সফল করতে মরিয়া ছিল বিজেপি রাজ্য নেতৃত্বও৷ কলকাতা লাগোয়া বিভিন্ন জেলা থেকেও প্রধানমন্ত্রীর এই কর্মসূচিতে দলের কর্মী সমর্থকদের নিয়ে আসা হয়৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Narendra Modi road show in Kolkata: মায়ের বাড়িতে প্রসাদ খেয়ে হুডখোলা গাড়িতে সিমলা স্ট্রিট, কলকাতায় প্রথম রোড শো মোদির
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement