Meghalaya Election Result 2023: মেঘালয়ে শতাংশের বিচারে বিজেপির থেকে এগিয়ে গেল তৃণমূল, চমকের পর চমক
- Published by:Uddalak B
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Meghalaya Election Result 2023: নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, তৃণমূল এখনও পর্যন্ত মেঘালয়ে ভোট পেয়েছে ১২.৯৪ শতাংশ৷
শিলং: মেঘালয়ে বিজেপির থেকে ভোট শতাংশের বিচারে অনেকটা এগিয়ে গেল তৃণমূল৷ এখনও ভোটের প্রাথমিক ফল আসছে, তবুও শতাংশের বিচারে বিজেপির থেকে অনেকটা এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস৷ সেই কারণেই এ বার নতুন করে রাজনৈতিক সমীরকরণ তৈরি হতে পারে মেঘালয়ে, এমনই মনে করা হচ্ছে৷
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, তৃণমূল এখনও পর্যন্ত মেঘালয়ে ভোট পেয়েছে ১২.৯৪ শতাংশ৷ অন্য দিকে বিজেপি পেয়েছে ৮.৮১ শতাংশ৷ শতাংশের বিচারে এনপিইপি শতাংশের বিচারে ভোট পেয়েছে ৩১.৬৭ শতাংশ৷ অন্য দিকে ইউডিপি এখনও পর্যন্ত ১৬.২২ শতাংশ৷ অন্যরা পেয়েছে ৯.৯৬ শতাংশ৷
আরও পড়ুন - Tripura Election Result 2023 Live: ত্রিপুরায় বিজেপিকে জোর টক্কর দিচ্ছে জোট, মেঘালয়ে ভাল ফলের আশায় তৃণমূল
advertisement
advertisement
আরও পড়ুন -ঘুরে দাঁড়ালো বাম-কংগ্রেস, কঠিন চ্যালেঞ্জের মুখে বিজেপি! ত্রিপুরার চাবিকাঠি তিপ্রামোথার হাতে?
মেঘালয়ে আপাতত বিপুল আসন নিয়ে এগিয়ে রয়েছে এনপিপি৷ সেখানে ২৪ আসনের মতো এগিয়ে রয়েছে এনপিপি৷ ফলে একক পার্টি হিসাবে এগিয়ে রয়েছে কনরাড সাংমার দল৷ ফলে এ বার সরকার গড়ার দিকে এগিয়ে আছে এনপিপি৷ অন্যদিকে, বিজেপি সে রাজ্যে এগিয়ে আছে পাঁচটি আসনে৷ কংগ্রেস এগিয়ে আছে পাঁচটি আসনে৷ তৃণমূল এগিয়ে আছে সাতটি আসনে৷ অন্যরা এগিয়ে আছে ১৮টি আসনে৷ এই অন্যদের মধ্যে আছে ইউডিপি৷
advertisement
ফলে মেঘালয় নিয়ে যে আশা করা হয়েছিল, সেই রাজ্যে বিজেপির বিশেষ কোনও ভাল ফল হচ্ছে না৷ সেখানে বেশ পিছিয়েই আছে গেরুয়া শিবির৷ তবে সরকারও একক ভাবে কোনও দল সরকার গঠন করতে পারছে না৷ সরকার গঠন করতে এক বৃহত্তম দলকেও কোনও একটি ছোট দলকে পাশে নিতে হবে৷ সেক্ষেত্রে কনরাড সাংমারা যদি ২৪ আসনে জয় পান, তা হলে তাঁদের সংখ্যাগরিষ্ঠতার জন্য আরও কয়েকটি আসন পেতে হবে৷ সেটি বিজেপির সঙ্গে জুড়েও না হলে কাকে জোটসঙ্গী করবেন কনরাড?
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2023 12:15 PM IST