'হয়তো একশোতে একশো পাবে বিজেপি,' গুজরাত ভোট নিয়ে বিস্ফোরক মমতা

Last Updated:

Mamata Banerjee: গুজরাত বিধানসভা নির্বাচন প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
#কলকাতা: সোমবার দিল্লিতে জি-২০ বৈঠকে যোগ দিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন গুজরাত বিধানসভা নির্বাচন প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ভোটের দিন রোড শো নিষিদ্ধ। প্রধানমন্ত্রী ভোটের দিন রোড শো করছেন? এসবের থেকে আমরা কি আশা করি? হয়তো একশোতে একশো পাবে। প্রধানমন্ত্রী যদি ভোটের দিন রোড শো করেন, তাহলে আর অন্য কিছু এক্সপেক্ট করে লাভ নেই। ভোটের দিন রোড শো করা যায় না। কিন্তু ওনারা স্পেশাল। তাই করছেন।"
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর কথায়, “পদ্ম জাতীয় ফুল। নির্বাচন কমিশন সেই ফুলে প্রতীক দেশের একটি রাজনৈতিক দলকে দিয়ে রেখেছে। সুতরাং সেই প্রতীক ব্যবহার না করাই বাঞ্ছনীয় ছিল।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমাদের জাতীয় পাখি ময়ূর, জাতীয় পশু বাঘ ছিল, এখন সিংহ করে দিয়েছে কিনা জানি না। তবে সে সবও রাখতে পারত। এ ব্যাপারে যদিও আমি আপত্তি করছি না। বাকিরা বলছেন। এই যেমন সাংবাদিকরা প্রশ্ন করাতে আমার মতামত জানালাম মাত্র।”
advertisement
advertisement
কয়েকদিন আগে প্রধানমন্ত্রী জি২০ এর যে লোগো প্রকাশ করেছেন। সেই লোগোতে দেখা যাচ্ছে পদ্মফুল রাখা হয়েছে, যা বিজেপির নির্বাচনী প্রতীক। এ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে। সোমবার সে ব্যাপারে প্রতিক্রিয়া জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, "এটা গোটা দেশের মর্যাদার বিষয়। আমি বাধা দিচ্ছি না। কিন্তু মৌলিক প্রশ্ন তো থেকেই যায় যে পদ্মফুল থাকবে কেন?"
advertisement
কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আজকে প্রধানমন্ত্রী একটা বৈঠক ডেকেছেন। জি২০ নিয়ে এই বৈঠক হবে। আমাদের এখানেও ৩-৪টে ভেন্যু আছে। সেই জন্যই যাচ্ছি। মিটিং শেষ হতে হতে রাত হয়ে যাবে। সেটা হয়ে গেল রাজস্থানের আজমের শরীফ যাব। ওখান থেকে আমি পুষ্কর যাব। তারপরে আমি রাতে ফিরে আসব। এখানে ওয়ান-টু-ওয়ান মিটিং হবে না। এটা শুধু জি২০-র মিটিং।"
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
'হয়তো একশোতে একশো পাবে বিজেপি,' গুজরাত ভোট নিয়ে বিস্ফোরক মমতা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement