Mamata Banerjee on Narendra Modi: 'পদত্যাগ করুন মোদি', তীব্র আক্রমণ মমতার, বুধেই দিল্লিতে পা অভিষেকের

Last Updated:

Mamata Banerjee on Narendra Modi: মমতার দাবি, এত অত্যাচারের পরে মোদি হেরেছে, ইন্ডিয়া জিতেছে৷ অযোধ্যা নিয়ে এত প্রচার করেও সেখানে হেরেছে৷ এত অহঙ্কার ভাল নয়৷ আমি খুশি মোদিজি সিঙ্গেল মেজরিটি পায়নি।

মোদিকে কটাক্ষ মমতার
মোদিকে কটাক্ষ মমতার
কলকাতা: দেশজুড়ে ইন্ডিয়া জোটের ব্যাপক উত্থান। এনডিএ এগিয়ে থাকলেও ইন্ডিয়া জোটের অভাবনীয় রেজাল্টে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের ফলাফল সামনে আসার পরই মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বসেন মমতা। আর সেখানেই নরেন্দ্র মোদি ও অমিত শাহের নাম নিয়ে তীব্র কটাক্ষ করলেন মমতা। পাশে বসে সমর্থন জানালেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালই দিল্লি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ১ টায় বিশেষ বিমানে দিল্লি যাচ্ছেন বলেই সূত্রের খবর। তার প্রস্তুতিও ইতিমধ্যেই নিয়েছে তৃণমূল কংগ্রেস।
মমতার দাবি, ‘এত অত্যাচারের পরে মোদি হেরেছে, ইন্ডিয়া জিতেছে৷ অযোধ্যা নিয়ে এত প্রচার করেও সেখানে হেরেছে৷ এত অহঙ্কার ভাল নয়৷ আমি খুশি মোদিজি সিঙ্গেল মেজরিটি পায়নি। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা উচিত নরেন্দ্র মোদির। ক্ষমতায় না থাকলে মোদি এর অর্ধেক আসনও পেতেন না। মোদি শাহের অহঙ্কার চূর্ণ হয়েছে। মোদি, অমিত শাহের পদত্যাগ করা উচিত।’
advertisement
আরও পড়ুন: উত্তরবঙ্গের জমিতে ফুটল ঘাসফুল, পর্যুদস্ত নিশীথ! কোচবিহারে এখন একটাই নাম-জগদীশ বাসুনিয়া
তৃণমূলনেত্রী আরও বলেন, ‘আমি খুশি মোদিজি একক বৃহত্তম দল হতে পারেননি। উনি বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। উনি বলেছিলেন ইস বার ৪০০ পার। আমি কী বলেছিলাম, ২০০ পার হবে কি না দেখে রাখুন। কারণ কিছুটা হাতে রাখতে হয়। আমি বলেছিলাম পগার পার। এখন তার টিডিপি আর নীতীশের পায়ে ধরতে হচ্ছে। এরা ইন্ডিয়াকে ভাঙতে পারবে না। দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নেই। ইচ্ছা মতো আইন পাশ আর পার্লামেন্টে হবে না। ইডি – সিবিআই অত্যাচার করলে আমরা ইন্ডিয়া টিম পুরোপুরি চেপে ধরব।’
advertisement
advertisement
মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলঘোষণা হয়েছে। সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত বিজেপি একা ২৩৯টি আসন পেয়েছে। NDA জোটের মোট আসনসংখ্যা ২৯২। I.N.D.I.A জোট পেয়েছে ২৩৪টি আসন। এর মধ্যে কংগ্রেস একা পেয়েছে ১০০ আসন। অর্থাৎ ৫৪৩ আসনের লোকসভায় সংখ্য়াগরিষ্ঠতা পায়নি বিজেপি। সেই আবহেই এদিন সাংবাদিক বৈঠক করে তৃণমূল, মোদি এবং অমিত শাহকে নিশানা করেন মমতা। নৈতিক দায় নিয়ে শাহেরও পদত্যাগ করা উচিত বলে দাবি করেন মমতা।
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee on Narendra Modi: 'পদত্যাগ করুন মোদি', তীব্র আক্রমণ মমতার, বুধেই দিল্লিতে পা অভিষেকের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement