Mamata Banerjee reply to Narendra Modi: 'দেশটাকেই তো জেল বানিয়ে ফেলেছেন, আপনার ধমকে ভয় পাই না!' মোদিকে জবাব মমতার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া জেলার দুটি আসনেই জয়ী হয়েছিল বিজেপি৷ এবার তাই বাঁকুড়া পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল নেতৃত্ব৷
বাঁকুড়া: বাঁকুড়ার রায়পুরে নির্বাচনী জনসভা করতে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গতকাল জলপাইগুড়িতে সভা করতে গিয়ে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, ৪ জুনের পর দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের তৎপরতা আরও বাড়বে৷ এ দিন বাঁকুড়ার সভা থেকে প্রধানমন্ত্রীর এই মন্তব্যেরই তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে প্রধানমন্ত্রীর এই হুঁশিয়ারিকে তৃণমূল ভয় পায় না বলেও জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা বলেন, ‘আপনি বাংলার ব্লকে ব্লকে মিটিং করুন, আপনাকে স্বাগত৷ কিন্তু মিটিং করে জলপাইগুড়ির মানুষকে কোনও সাহায্যের কথা বললেন না৷ যাঁরা রাস্তায় পড়ে আছে৷ আমি মাঝরাতে ছুটে গিয়েছিলাম৷’
advertisement
এর পরেই নরেন্দ্র মোদির দুর্নীতিপরায়ণদের বিরুদ্ধে মোদির হুঁশিয়ারির জবাবে মমতা বলেন, ‘আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্মান করে বলছি৷ ভাল থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হোন৷ কিন্তু একজন প্রধানমন্ত্রীর মুখে কি এ কথা মানায়? বলছেন ৪ জুন ভোট হয়ে গেলে বেছে বেছে গ্রেফতার করবেন, জেলে পাঠাবেন৷ আরে এজেন্সি দিয়ে গোটা দেশটাকেই তো জেল বানিয়ে ফেলেছেন৷ গণতন্ত্রকে জেলে পাঠিয়ে দিয়েছেন৷ আপনার এক পকেটে এনআইএ, এক পকেটে সিবিআই৷ এক পকেটে ইডি, অন্য পকেটে ইনকাম ট্যাক্স৷ ইডি, ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ড কালেকশন বক্স৷ কাকে ধমক দিচ্ছেন? আমরা আপনার ধমকে ভয় পাই না৷ আমাদের পাঁচ জন ছেলেকে গ্রেফতার করবেন, তাঁদের স্ত্রীরা রাস্তায় নামবেন৷ আপনি হেমন্তকে গ্রেফতার কেন করালেন? দেশের একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী ছিলেন৷ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করলেন৷ তাতেও কিছু হবে না, ওরা আরও বেশি ভোটে জিতবে৷’
advertisement
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আপনার হুঙ্কার আপনার দলকে অক্সিজেন দেওয়ার জন্য দিন৷ কিন্তু মনে রাখবেন গণতন্ত্রের জন্য ওটা কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন৷ আমিও তো বলতে পারি, সরকার তো আমাদের এখানেও থাকবে, তাহলে আপনার দলের সবাইকে আমি জেলে পাঠাবো৷ আমি কি এ কথা বলেছি? কারণ আমি অনেক খুন দেখেছি, অনেক অত্যাচার দেখেছি৷’
advertisement
গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া জেলার দুটি আসনেই জয়ী হয়েছিল বিজেপি৷ এবার তাই বাঁকুড়া পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল নেতৃত্ব৷ এ দিন বাঁকুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ রায়ের সমর্থনে রায়পুরে সভা করেন মমতা৷ ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার৷ বাঁকুড়া জেলার আর এক কেন্দ্র বিষ্ণুপুর থেকে এবারেও প্রার্থী হয়েছেন বর্তমান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ৷ মমতা এ দিন প্রশ্ন তোলেন, গত পাঁচ বছরে বাঁকুড়া জেলার জন্য কী করেছেন দুই বিজেপি সাংসদ?
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 08, 2024 1:16 PM IST