Mamata Banerjee: বিজেপি, সিপিএম 'চাকরিখেকো!' মানুষখেকো বাঘের সঙ্গে তুলনা টানলেন ক্ষুব্ধ মমতা

Last Updated:

শুধু চাকরি বাতিল নয়, এ দিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েও বিজেপি নেতাদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফাইল ছবি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফাইল ছবি
পিংলা: প্রায় ২৬ হাজার স্কুল শিক্ষকের চাকরি বাতিল নিয়ে ফের বিজেপি সহ বিরোধীদের তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চাকরি বাতিলের জন্য দায়ী করে বিজেপি, সিপিএমের মতো বিরোধীদে চাকরিখেকো বলেও কটাক্ষ করলেন তৃণমূলনেত্রী৷
ঘাটালে দলের প্রার্থী দেবের সমর্থনে এ দিন সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সভা থেকে ফের একবার শিক্ষকদের চাকরি বাতিল নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী৷ এই পরিস্থিতির জন্য বিরোধীদেরই দায়ী করেন তিনি৷
advertisement
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনারা মানুষখেকো বাঘ দেখেছেন৷ চাকরিখেকো মানুষ দেখেছেন? চাকরিখেকো বিজেপি, সিপিএম দল, রাম-বাম-শ্যাম দেখেছেন? ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিয়ে বলছে ১২ শতাংশ সুদ দিয়ে টাকা ফেরত দাও৷ যখনই ইচ্ছে হবে চাকরি খেয়ে নেওয়া, মগের মুলুক!’
শুধু চাকরি বাতিল নয়, এ দিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েও বিজেপি নেতাদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে, কাঁচকলা খাও৷ পেট ঠান্ডা থাকবে৷ ওটা তোমাদের টাকা নয়, মা-বোনেদের টাকা৷ আত্মসম্মানের টাকা৷ হাত দিয়ে দেখুক, মায়েদের হাতা-ঝান্ডার খেলা দেখেছেন? বটি দিয়ে তরকারি কাটার খেলা দেখেছেন? আবার বলছে ভোটের পরে এনআইএ দিয়ে দেবে৷ আরে তুই থাকবি না, এনআইএ কী দিবি? বিজেপি এবার ক্ষমতায় আসছে না, জেনে রাখুন৷
advertisement
ইতিমধ্যেই চাকরি বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আলাদা আলাদা মামলা দায়ের করেছে এসএসসি এবং রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রীও প্রথম থেকেই অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, চাকরিহারা শিক্ষকদের পাশেই রয়েছে রাজ্য সরকার এবং শাসক দল৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee: বিজেপি, সিপিএম 'চাকরিখেকো!' মানুষখেকো বাঘের সঙ্গে তুলনা টানলেন ক্ষুব্ধ মমতা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement