Mamata Banerjee on CPIM: 'আমারই ভুল, বলেছিলাম বদলা নয়, বদল চাই!' ক্ষমতায় আসার ১৩ বছর পর কেন আক্ষেপ মমতার?

Last Updated:

নির্বাচনী প্রচারে বেরিয়ে প্রায় প্রতিটি সভা থেকেই বিজেপির পাশাপাশি সিপিএম এবং কংগ্রেসকেও আক্রমণ করছেন তৃণমূলনেত্রী৷

সিপিএমকে নিয়ে আক্ষেপ মমতার৷
সিপিএমকে নিয়ে আক্ষেপ মমতার৷
পিংলা: ২০১১ সালে ক্ষমতায় আসার পরই তিনি নিজেই স্লোগান দিয়েছিলেন, বদলা নয়, বদল চাই৷ যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্লোগানকে শুধুই মুখের কথা বলেই এতদিন কটাক্ষ করে এসেছেন বিরোধীরা৷ ক্ষমতায় আসার ১৩ বছর পর এ দিন পশ্চিম মেদিনীপুরের পিংলার সভা থেকে এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষেপের সঙ্গে বললেন, বদলা নয়, বদল চাই স্লোগান দেওয়া তাঁর ভুল হয়েছিল৷
নির্বাচনী প্রচারে বেরিয়ে প্রায় প্রতিটি সভা থেকেই বিজেপির পাশাপাশি সিপিএম এবং কংগ্রেসকেও আক্রমণ করছেন তৃণমূলনেত্রী৷ এ দিন পিংলার সভাতেও তার ব্যতিক্রম হয়নি৷ পিংলার সভাতেও প্রথমে বিজেপিকে নিশানা করার পর সিপিএমের বিরুদ্ধে সরব হন মমতা৷ বাম আমলে জঙ্গলমহলে খুনোখুনি এবং হিংসার ঘটনার কথাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুন: ২৬ হাজার চাকরি গেল! মালদহ থেকে এক বাক্যেই মোদি বোঝালেন, আসল অস্ত্র এবার হাতে!
advertisement
advertisement
এই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সবথেকে বড় ডাকাতি, চুরি করে গিয়েছে সিপিএম৷ আমারই ভুল ‘বদলা নয়, বদল চাই’ বলেছিলাম৷ আজ বিজেপির দুটো চোখ হয়েছে সিপিএম আর তৃণমূল৷ বাংলার ভোটে ইন্ডিয়া সরকার হবে৷ ইন্ডিয়া জোটের তুমি কে, আমি করেছিলাম৷ ইন্ডিয়া নাম আমার দেওয়া৷ আমি চাই দিল্লিতে শক্তিশালী সরকার হোক, যাতে দিল্লি থেকে গরিব মানুষের জন্য আমরা টাকা নিয়ে আসতে পারি৷
advertisement
এ দিন ঘাটাল লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী দেবের সমর্থনে পিংলায় সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিনের সভা থেকেও ২৬ হাজারের স্কুল শিক্ষকের চাকরি বাতিল নিয়ে সরব হন মমতা৷ বিজেপি, সিপিএমকে চাকরিখেকো বলেও কটাক্ষ করেন তিনি৷
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee on CPIM: 'আমারই ভুল, বলেছিলাম বদলা নয়, বদল চাই!' ক্ষমতায় আসার ১৩ বছর পর কেন আক্ষেপ মমতার?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement