Lok Sabha Election 2024: লকেটের সমর্থনে পান্ডুয়ায় মহাগুরু! মিঠুনের ডায়লগে অক্সিজেন মিলল বিজেপি কর্মীদের
- Reported by:Rahi Haldar
- news18 bangla
- Published by:Uddalak B
Last Updated:
Lok Sabha Election 2024: তবে সরাসরি সিনেমার ডায়লগ নয়। মিঠুন চক্রবর্তীর নিজের সিনেমার ডায়লগ তবে তা একটু ঘুরিয়ে নতুন রকম ভাবে।
হুগলি: মঙ্গলবার পান্ডুয়ায় লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে সভা করেন মিঠুন চক্রবর্তী। সেখানেই নিজের সতীর্থও একসময়ের সহকারী অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ মহাগুরু। আর মহাগুরু যেখানে সেখানে তার ডায়লগ থাকবে না এমনটা হয়! পান্ডুয়ায় সভার মাঝে মহাগুরু নিজের সিনেমার কিছু ডায়লগ বলেন কর্মী সমর্থকদের আবদার মেটানোর জন্য।
তবে সরাসরি সিনেমার ডায়লগ নয়। মিঠুন চক্রবর্তীর নিজের সিনেমার ডায়লগ তবে তা একটু ঘুরিয়ে নতুন রকম ভাবে। মিঠুন বলেন, সিনেমার ডায়লগ থেকে নাকি হিংসা হচ্ছে। যাই হোক ডায়লগ তো আমি বলবই তবে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলব।মিঠুন এরপর শুরু করেন ডায়লগ,, আমি জলঢোঁড়াও নই বেলে বোড়াও নই।আমি এইরকম একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে নিয়ে আসে।
advertisement
দর্শকরা আবদার করে ‘দাদা মারব এখানে’-টা হোক। মিঠুন সেই ডায়লগ ঘুরিয়ে বলেন, চিমটি কাটবো এখানে, আর লাল পিঁপড়ের জলন জ্বলবে এখানে। আমি তুফান বছরে এক আধ বার আসি, তবে এবার প্রত্যেকবার আসবো আপনাদের সঙ্গে দেখা করতে। আমি খবর পড়ি না খবর দেখি না আমি শুধু খবর তৈরি করি।’
advertisement
মিঠুন যখন সভায় উপস্থিত হন তাকে মোবাইল ফ্ল্যাশ জালিয়ে স্বাগত জানানো হয়। নিজের একসময়ের সহকর্মী লকেট চট্টোপাধ্যায়ের উদ্দেশে মিঠুন চক্রবর্তী বলেন, লকেট ও মিঠুন তারা একসঙ্গে অনেক সিনেমা করেছেন। নিজের কাজে অত্যন্ত সুপটু লকেট চট্টোপাধ্যায়। একসঙ্গে যেমন তাঁরা সিনেমা করেছেন, সেই মতো সিনেমার বাইরেও তারা একসঙ্গে অনেক কাজ করেছেন, এখনও করছেন। এমপি হয়ে দিল্লির লোকসভায় লকেটকে যখন পাঠানো হয়েছিল সেখানেও নিজের কাজ পরিপাটি ভাবে গুছিয়ে করেছেন । তাই এই লোকসভা নির্বাচনে আবারও লকেটকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানিয়েছেন মহাগুরু।
advertisement
রাজনৈতিক বক্ত্যবের পাশাপাশি তার বাংলা সিনেমার ডায়লগ ও একাধিক জনপ্রিয় গান গেয়ে শোনান মহাগুরু। তবে তার গোটা বক্তব্যে প্রথম থেকে শেষ পর্যন্ত তার আরেক সহকর্মী ও তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম কোথাও উল্লেখ করেননি মিঠুন চক্রবর্তী। বরং নাম না উল্লেখ করেই একাধিকবার আক্রমণ নিয়ে আসেন জনপ্রিয় অভিনেতা ও বিজেপির কর্মকর্তা মহাগুরু ওরফে মিঠুন চক্রবর্তী।
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2024 1:10 PM IST









