Loksabha Elections 2024: নির্বাচনের আগের দিনই ভোটগ্রহণ কেন্দ্রে তালা! ভোট কর্মীদের উপর ক্ষোভ, কী এমন ঘটল
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Loksabha Elections 2024: স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে অন্ধকারে দিন কাটাচ্ছেন। তাই ভোট কর্মীদেরও তাদের সঙ্গে এই একটা দিন অন্ধকারে থাকতে হবে। তা হলেই নাকি তারা সমস্যা বুঝতে পারবেন।
আসানসোল: নির্বাচনের আগের দিনেই অশান্তির ছবি ধরা পড়ল জেলায়। ভোট শুরু হওয়ার আগেই ভোট গ্রহণ কেন্দ্রে পড়ল তালা। স্থানীয় মানুষের ক্ষোভ গিয়ে পড়ল ভোট কর্মীদের উপর। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন প্রশাসনিক কর্তারা। কিন্তু আশ্বাসে নিজেদের দাবি থেকে সরতে নারাজ স্থানীয় মানুষজন। আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত জামুরিয়া বিধানসভার এলাকার ঘটনা। যে ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনের আগের দিনেই উত্তেজনা ছড়িয়েছে জেলায়।
জামুরিয়া বিধানসভার অন্তর্গত ২৪৩ নম্বর বুথের এই ঘটনা রীতিমতো চিন্তায় ফেলেছে জেলা প্রশাসনকে। ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁরা দীর্ঘদিন ধরে বিদ্যুতের সমস্যায় ভুগছেন। এর আগের নির্বাচনগুলির সময়েও তারা বারবার বিদ্যুতের দাবি জানিয়েছিলেন। বিদ্যুতের ভোগান্তির থেকে মুক্তি পাওয়ার আশ্বাসও পেয়েছিলেন। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। দীর্ঘদিন ধরে তাদের বিদ্যুতের সমস্যার সঙ্গে নিয়ে দিন কাটাতে হচ্ছে। রান্নাবান্না থেকে পড়াশোনা অথবা দৈনন্দিন কাজ, সন্ধ্যা নামলেই সব কিছুতে ঘটছে ব্যাঘাত।
advertisement
advertisement
ভোট কর্মীদের জন্য নিয়ে আসা হয় জেনারেটর। বিদ্যুৎ না থাকায় জেনারেটর আনা হয়। কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে অন্ধকারে দিন কাটাচ্ছেন। তাই ভোট কর্মীদেরও তাদের সঙ্গে এই একটা দিন অন্ধকারে থাকতে হবে। তা হলেই নাকি তারা সমস্যা বুঝতে পারবেন। তাই ভোটগ্রহণ কেন্দ্রে জেনারেটরের ব্যবস্থা করা যাবে না বলে দাবি তুলছেন স্থানীয় মানুষজন। তাঁরা বলছেন, ভোট দিতে ভোটগ্রহন কেন্দ্রে যাবেন। কিন্তু ভোট দেবেন অন্ধকারেই। সারা বছর যেমন তারা থাকেন, তেমনভাবেই ভোটের সময়ও ভোট কর্মীদের অন্ধকারেই থাকতে হবে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত এই ব্যাপারে প্রশাসনিক পর্যায়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
advertisement
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
May 12, 2024 4:17 PM IST