Lok Sabha Elections 2024: মে মাসের শুরুতেই মোদি-মমতার জোড়া সভা! তৃতীয় দফার আগে উত্তাপ বাড়ছে বর্ধমানে
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের মধ্যেই গত শুক্রবার পশ্চিমবঙ্গের মালদহে এসেছিলেন মোদি৷ মালদহের সেই নির্বাচনী জনসভায় বক্তৃতা করতে গিয়ে জানিয়েছিলেন, ‘‘আপনারা সবাই এত ভালোবাসা দিচ্ছেন, মনে হচ্ছে আমি হয় পূর্বজন্মে বাংলায় জন্মেছি নয়তো পরবর্তী জীবনে বাংলার মায়ের কোলে জন্ম নিতে যাচ্ছি। এত ভালবাসা আমি কখনোই পাইনি।’’
কলকাতা: ভোটের তাপে তাতছে বাংলা৷ লক্ষ্য তৃতীয় দফা ভোট৷ প্রচারে একে অপরকে টেক্কা দিতে যেন প্রতিযোগিতায় নেমেছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি৷ ক্ষণিকের জন্যেও বিশ্রাম না নিয়ে এই গলদঘর্ম অবস্থাতেও একটানা প্রচারসভায় অংশ নিয়ে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিকে দেশজুড়ে প্রচার চালাচ্ছেন নরেন্দ্র মোদিও৷ ক’দিন আগেই মালদহে জনসভা করে গিয়েছেন মোদি৷ সূত্রের খবর, আবারও তিনি আসছেন বাংলায়৷ এবার একই দিনে মমতা-মোদির জোড়া সভা৷
সূত্রের খবর, বর্ধমানে একই দিনে সভা করতে চলেছেন মোদি-মমতা৷ আগামী ৩ মে বর্ধমানের গোদা মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অন্যদিকে, ওইদিনই পূর্ব বর্ধমানের রায়না ও পূর্বস্থলীতে জোড়া জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসূচি চূড়ান্ত হয়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুন: সাগর থেকে ঢুকবে জলীয় বাষ্প…সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! কবে? দিনক্ষণ জানিয়ে দিল আলিপুর, জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট
ওই দিন প্রথমে পূর্ব বর্ধমানের রায়নায় প্রথম কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রায় একই সময়ে ওই দিন মোদির সভা বর্ধমানে।
advertisement
লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের মধ্যেই গত শুক্রবার পশ্চিমবঙ্গের মালদহে এসেছিলেন মোদি৷ মালদহের সেই নির্বাচনী জনসভায় বক্তৃতা করতে গিয়ে জানিয়েছিলেন, ‘‘আপনারা সবাই এত ভালোবাসা দিচ্ছেন, মনে হচ্ছে আমি হয় পূর্বজন্মে বাংলায় জন্মেছি নয়তো পরবর্তী জীবনে বাংলার মায়ের কোলে জন্ম নিতে যাচ্ছি। এত ভালবাসা আমি কখনোই পাইনি।’’
আরও পড়ুন: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উড়ল প্যালেস্তিনীয় পতাকা! স্লোগানে স্লোগানে তপ্ত আমেরিকার একাধিক ক্যাম্পাস, ইতিমধ্যেই গ্রেফতার ২৭৫
মঞ্চ থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে ইস্যু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করতে দেখা যায় মোদিকে৷ অন্যদিকে, বিভিন্ন জনসভায় মোদি সরকারের নীতি ও বাংলার প্রতি ‘বিমাতৃসুলভ’ আচরণ নিয়ে সরব হচ্ছেন মমতাও৷
Location :
West Bengal
First Published :
April 29, 2024 10:44 AM IST