ডিসেম্বরের শুরুতেই দু'দফায় মোদির গুজরাতে বিধানসভা ভোট! ফল ৮-এ, অগ্নিপরীক্ষায় বিজেপি
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সাংবাদিক বৈঠক করে ভোটের দিনক্ষণ জানিয়ে দেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
#নয়াদিল্লি: নজরে ছিল নরেন্দ্র মোদির গুজরাতের আসন্ন বিধানসভা ভোট। অবশেষে বৃহস্পতিবার ঘোষণা হল গুজরাত বিধানসভা ভোটের নির্ঘণ্ট। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১ ও ৫ ডিসেম্বর দু'দফায় গুজরাতে ভোট হবে। ভোটের ফল ঘোষণা করা হবে ৮ ডিসেম্বর। এদিন সাংবাদিক বৈঠক করে ভোটের দিনক্ষণ জানিয়ে দেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
চলতি মাসে হিমাচল প্রদেশে বিধানসভা ভোট রয়েছে। হিমাচল প্রদেশে বিধানসভা ভোট ১২ নভেম্বর হবে। ভোটগণনা হবে ৮ ডিসেম্বর। এরপরই গুজরাত বিধানসভা ভোট এবং ৮ তারিখেই ফল ঘোষণার পর্ব। হিমাচল প্রদেশ বিধানসভা ভোটের ফলাফল এবং গুজরাতের ফলাফল একইদিনে গণনা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: দরজা খুলল বিবস্ত্র তরুণী, খাটে পড়ে যুবকের দেহ! সল্টলেকের গেস্ট হাউজে হাড়হিম ঘটনা
গুজরাত বিধানসভায় মোট আসনের সংখ্যা ১৮২টি। গুজরাত বিধানসভা ভোটকে ঘিরে রাজনৈতিক দলগুলির প্রচার এখন তুঙ্গে। বিজেপির পাশাপাশি আপও গুজরাতের আসন্ন ভোটকে পাখির চোখ করে সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়েছে। ইতিমধ্যেই আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়েছেন। ওই নির্বাচনী প্রতিশ্রুতিগুলি নিয়ে চলছে বিতর্ক। বিজেপি, আপ ছাড়া গুজরাত বিধানসভা ভোটে জোরকদমে প্রচারে নেমেছে কংগ্রেস।
advertisement
advertisement
আরও পড়ুন: চোর সন্দেহে ল্যাম্পপোস্টে বেঁধে পিটিয়ে খুন, বারুইপুরে নৃশংস কাণ্ড! জালে ১২
view commentsকয়েকদিন আগেই গুজরাতের মোরবি জেলায় ব্রিজ ভেঙে পড়ে। রবিবার সন্ধ্যাতেই গুজরাতের মোরবিতে সেতু ভেঙে পড়ে শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেন। এই পরিস্থিতিতে মোরবির ঘটনা গুজরাত ভোটে প্রভাব ফেলতে পারে বলে মত রাজনৈতিক মহলের।
Location :
First Published :
November 03, 2022 1:06 PM IST