শাহ-যোগী-নাড্ডা-স্মৃতি, ভোটের মুখে গুজরাতে মেগা প্রচার বিজেপির

Last Updated:

Gujarat Assembly Election 2022: সোমবার গুজরাতে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভা থেকে কংগ্রেসের বিরুদ্ধে একাধিক তোপ দেগেছিলেন তিনি।

#গুজরাত: আজই শেষ হচ্ছে গুজরাত বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের প্রার্থীদের প্রচার পর্ব। মঙ্গলবার প্রচারে কার্যত ঝড় তুলল বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানি-সহ তাবড় তাবড় বিজেপি নেতারা এদিন অংশ নিলেন প্রচারে। সোমবার গুজরাতে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভা থেকে কংগ্রেসের বিরুদ্ধে একাধিক তোপ দেগেছিলেন তিনি।
প্রসঙ্গত, ১৮২ আসনের গুজরাত বিধানসভা নির্বাচন হবে মোট দুই দফায়। ডিসেম্বরের ১ এবং ৫ তারিখ হবে এই নির্বাচন পর্ব। ১ তারিখের নির্বাচন হবে মোট ৮৯টি আসনে এবং ৫ তারিখ দ্বিতীয় দফার ভোট হবে মোট ৯৩টি আসনে। নির্বাচনের ফল প্রকাশ ৮ তারিখ। ১৮২ আসনের এই বিধানসভার ম্যাজিক ফিগার ৯২। ২০১৭ সালে গুজরাতের শেষ বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৯৯টি আসন। কংগ্রেস পেয়েছিল ৭৭টি আসন।
advertisement
এবারের গুজরাত নির্বাচনে বিজেপির পাশাপাশি লড়াইয়ে রয়েছে আম আদমি পার্টি এবং কংগ্রেসও। প্রথমবার গুজরাত বিধানসভা নির্বাচনে লড়াই করে বিজেপি এবং কংগ্রেস দুই শিবিরকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চায় অরবিন্দ কেজরিওয়ালের দল।
advertisement
প্রথম থেকেই গুজরাতকে পাখির চোখ করেছে আপ। প্রথম থেকেই গুজরাতে প্রচার চালাচ্ছে তারা। গুজরাতে আপের তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়েছেন ইসুদান গডভী। বৃহস্পতিবার গুজরাতে প্রথম দফার নির্বাচনে যে প্রার্থীরা লড়ছেন, তাঁদের মধ্যে ইসুদানও রয়েছেন।
advertisement
অন্যদিকে, ২৭ বছর ধরে গুজরাতে ক্ষমতায় রয়েছে বিজেপি। পদ্ম শিবিরকে সরাতে ব্যাপক প্রচার চালিয়েছে কংগ্রেস শিবির। রাহুল গান্ধি সহ কংগ্রেসের প্রথম সারির নেতারা গুজরাতে প্রচার চালিয়েছেন। গুজরাতে নির্বাচনী প্রতিশ্রুতিতে বেকার যুবকদের জন্য ভাতা, বিধবা মহিলাদের জন্য ভাতা এবং ১০ লাখ কর্মসংস্থানের ঘোষণা করেছে কংগ্রেস। ৮ তারিখ গুজরাতের পাশাপাশি নির্বাচনের ফলাফল ঘোষণা হবে হিমাচল প্রদেশেরও।
বাংলা খবর/ খবর/নির্বাচন/
শাহ-যোগী-নাড্ডা-স্মৃতি, ভোটের মুখে গুজরাতে মেগা প্রচার বিজেপির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement