Lok Sabha Election 2024: ভোট দিয়েই তুলে ফেলুন সেলফি! দিয়ে দিন পোস্ট! বিরাট ব্যবস্থা কমিশনের

Last Updated:

নির্বাচন কমিশনের উদ্যোগে আদর্শ ভোট গ্রহণ কেন্দ্রে চলছে সেলফি তোলার হিড়িক। ভোট প্রয়োগ ভোটারদের গণতান্ত্রিক অধিকার। ভোট প্রয়োগের প্রতি সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়াতে নির্বাচন কমিশন নানা সময় নানান পদক্ষেপ গ্রহণ করেছে। নির্বাচন কমিশনের এমনই একটি ব্যবস্থা হল আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র।

+
ভোট

ভোট কেন্দ্র

উত্তর দিনাজপুর: নির্বাচন কমিশনের উদ্যোগে আদর্শ ভোট গ্রহণ কেন্দ্রে চলছে সেলফি তোলার হিড়িক। ভোট প্রয়োগ ভোটারদের গণতান্ত্রিক অধিকার। ভোট প্রয়োগের প্রতি সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়াতে নির্বাচন কমিশন নানা সময় নানান পদক্ষেপ গ্রহণ করেছে। নির্বাচন কমিশনের এমনই একটি ব্যবস্থা হল আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র।
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার ৮৬ নং বুথে ভোট গ্রহণ কেন্দ্রে এবারে তৈরি হয়েছে ‘আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র’। যেখানে থাকছে সেলফি জোন। সেখানে লেখা রয়েছে ‘I am proud voter of Kaliyaganj’। আর এই ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিতে এসে সেলফি তুলতে ব্যস্ত মহিলারা। এই আদর্শ ভোট গ্রহণ কেন্দ্রে পুরো ভোট পরিচালনার দায়িত্বে রয়েছেন মহিলারাই।
advertisement
advertisement
কালিয়াগঞ্জ পৌরসভার এই আদর্শভোটগ্রহণ কেন্দ্রটি চারপাশে ফুল ও গোলাপি আর সাদা বেলুন দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হলে রৌদ্রে যেন ভোটারদের কষ্ট না হয় সে জন্য ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরের রাস্তার উপর অস্থায়ী কাপড়ের শেড তৈরি করা হয়েছে ।আর নিচে সবুজ গালিচা বিছানো হয়েছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যাতে না থাকতে হয় এর জন্য পর্যাপ্ত পরিমাণ চেয়ার রাখা হয়েছে। শুধু এখানেই শেষ নয়, পানীয় জলের ব্যবস্থাও রাখা হয়েছে।
advertisement
মহিলারা শিশু নিয়ে এলে যাতে শিশুদের কোনও ধরনের অসুবিধা না হয় তার জন্য আলাদা বসার বন্দোবস্ত, চিকিৎসক-সহ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের এমন অভিনব উদ্যোগে স্বাভাবিকভাবে খুশি ভোটাররা।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Election 2024: ভোট দিয়েই তুলে ফেলুন সেলফি! দিয়ে দিন পোস্ট! বিরাট ব্যবস্থা কমিশনের
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement