Dibyendu Adhikari: শুভেন্দুর ভাই দিব্যেন্দুর গাড়ি থামাল পুলিশ, চলল তল্লাশি! তারপর? ভোটের মাঝেই শোরগোল
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
Dibyendu Adhikari: গত মার্চ মাসে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারীর ভাই তথা তমলুকের বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী।
তমলুক: তমলুকের বিদায়ী সাংসদ তথা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর কনভয় থামিয়ে তাঁর গাড়িতে পুলিশের তল্লাশি। নির্বাচনের সময়ের নিয়ম মেনে পুলিশের তরফে খতিয়ে দেখার জন্যই দিব্যেন্দুর গাড়ি আটকানো হয় বলে খবর। কাঁথির দিঘা বাইপাসে তল্লাশি করা হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর গাড়ি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্বাচনী বিধি মেনে তল্লাশি করা হয়েছে। পরে একটি সভায় যোগ দিয়ে এ নিয়ে দিব্যেন্দু বলেন, তাঁর গাড়ি আটকেছিল পুলিশ। তিনিও পুলিশের সঙ্গে সহযোগিতা করেছেন।
প্রসঙ্গত, রাজনৈতিক জল্পনা ছিলই। সেইমতোই গত মার্চ মাসে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারীর ভাই তথা তমলুকের বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী।
advertisement
গেরুয়া শিবিরে যোগ দিয়ে দিব্যেন্দু বলেছিলেন, “আজ আমার কাছে দিনটি শুভ। কারণ বিজেপি পরিবারের সঙ্গে জুড়লাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দিলাম। সুকান্ত মজুমদারের নেতৃত্বে পশ্চিমবঙ্গে এগিয়ে চলেছে বিজেপি। পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা নেই। ছোট কার্যকর্তা হিসাবে মোদিজিকে ৪০০ পার করাতে যা করার করব।”
advertisement
তৃণমূলের সাংসদ পদ না ছাড়লেও, দলের সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই বলে আগেই জানিয়ে দিয়েছিলেন দিব্যেন্দু। তিনি বলেছিলেন, “তৃণমূলের সঙ্গে আমি নেই। ২০২১ সালের পর থেকে নেই আমি।” কেন নেই জানতে চাইলে দিব্যেন্দু বলেন, “কষ্ট, যন্ত্রণা, ব্যথা…।” তৃণমূলে থেকে কী কষ্ট, যন্ত্রণা পেয়েছেন, তা যদিও বিশদে জানাননি দিব্যেন্দু।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2024 1:18 PM IST