Agnimitra Paul: লড়াই কঠিন, জুনে জুনকে রুখতে বড় পরিকল্পনা অগ্নিমিত্রার! যা করলেন, চমকে উঠল সকলে

Last Updated:

Agnimitra Paul: স্পেশ্যাল কোনও ট্রেন বা এসি গাড়ি নয়, সাধারণ যাত্রীদের মতলোকাল ট্রেনে খড়গপুর থেকে দাঁতন এলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

+
অগ্নিমিত্রা

অগ্নিমিত্রা পাল 

পশ্চিম মেদিনীপুর: মাঝে মাত্র তিনটে সপ্তাহ। তারপর নির্বাচন। তাই প্রবল গরমকে উপেক্ষা করে ভোট প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দলের নেতা কর্মীরা। কখনও পায়ে হেঁটে সাধারণ মানুষের কাছে পৌঁছে জনসংযোগ আবার কখনও টোটোতে কিংবা হুড খোলা গাড়িতে চেপে প্রচার সারছেন প্রার্থীরা। এবার এক অভিনবভাবে ভোট প্রচার করতে দেখা গেল বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পালকে। লোকাল ট্রেনে চেপে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে বলতে তিনি এলেন অন্যত্র। সেখানে এসে একটি গ্রামীণ হাটে সাধারণ ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।
স্পেশ্যাল কোনও ট্রেন বা এসি গাড়ি নয়, সাধারণ যাত্রীদের মতলোকাল ট্রেনে খড়গপুর থেকে দাঁতন এলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের এই প্রার্থী। ট্রেনে যাত্রীদের মধ্যে ভোটের প্রচারের পাশাপাশি শুনলেন তাদের অভাব অভিযোগের কথা।ভোটের প্রচারে সরগরম রাজ্য রাজনীতি। মেদিনীপুর লোকসভাতেও প্রচারে দম ফেলার সময় নেই বিজেপি ও তৃণমূল সহ রাজনৈতিক দলের প্রার্থীদের।এবার ট্রেনকে প্রচারের হাতিয়ার করে এক রকম জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভার ভোট আগামী ২৫মে। হাতে রয়েছে মাত্র ২৩-২৪ টা দিন। তাই এবার প্রচারের একটু ভিন্নমাত্রা যোগ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
advertisement
advertisement
এদিন তিনি খড়গপুর লোকাল ট্রেনে উঠেন সকাল ১০ টা নাগাদ এবং সেখান থেকে দাঁতনের আঙ্গুয়া পর্যন্ত আসেন। এরপর সোনাকুনিয়া হাটে গিয়ে জনসংযোগের কর্মসূচি সারেন। তাই এদিন সকাল দশটা নাগাদ খড়গপুর থেকে ট্রেনে ওঠেন বিজেপি প্রার্থী সহ তার কর্মীরা।ট্রেনে উঠেই তিনি যাত্রীদের সঙ্গে জনসংযোগ শুরু করেন।
advertisement
এদিন তিনি লোকাল ট্রেনের সওয়ারি হয়ে মুখোমুখি হয়েছিলেন লোকাল ১৮ বাংলার। ভোটের নানা দিক আলোচনা করেন তিনি স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনের আগেই দম ফেলার সময় নিয়ে প্রার্থীদের। বিভিন্নভাবে জনসংযোগে তারা। তবে শেষ হাসি কে হাসে তা বলবে সময়।
—- রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Agnimitra Paul: লড়াই কঠিন, জুনে জুনকে রুখতে বড় পরিকল্পনা অগ্নিমিত্রার! যা করলেন, চমকে উঠল সকলে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement