Adhir Ranjan Chowdhury: বহরমপুরে ডবল হ্যাটট্রিক হবে? ভোটের দিন সকালেই হুঙ্কার অধীরের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
অধীর যাই বলুন না কেন, পাল্টা তাঁর বিরুদ্ধেও বিজেপিকে মদত দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল৷
বহরমপুর: অনেকেই বলছেন, এবার বহরমপুরে তাঁর লড়াইটা অন্যবারের তুলনায় কঠিন৷ পাঁচ বার বহরমপুর থেকে ভোটে জেতা অধীররঞ্জন চৌধুরী অবশ্য এই সমস্ত রাজনৈতিক ব্যাখ্যা নিয়ে বিশেষ চিন্তিত নন৷ বরং ভোটের দিন সকালেও নিজের মেজাজেই পাওয়া গেল বহরমপুরের কংগ্রেস প্রার্থীকে৷ বরং ভোটের দিন সকালেও তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন অধীর৷
এ দিন সকাল থেকেই বহরমপুরের বিভিন্ন বুথে বুথে ঘোরেন অধীর৷ ভোটও দেন তিনি৷ তারই ফাঁকে অধীর চৌধুরী বলেন, ‘আমাকে হারাতে সাম্প্রদায়িক রাজনীতি করা হচ্ছে। আপনাদের মূল উদ্যেশ্য অধীর চৌধুরীকে হারানো।মমতা বন্দ্যোপাধ্যায় ভিতু মহিলা। উনি চ্যালেঞ্জ নিচ্ছেন না। ২০২৬- এ মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, এইটুকু আমি জানি।’
advertisement
advertisement
বহরমপুরে এবার অধীররঞ্জন চৌধুরীর মূল প্রতিপক্ষ তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান৷ আত্মবিশ্বাসী অধীর অবশ্য দাবি করেছেন, ইউসুফ পাঠানকে বলির পাঁঠা করেছে তৃণমূল৷ এ ছাড়াও লড়াইয়ে রয়েছেন বিজেপি প্রার্থী পেশায় চিকিৎসক নির্মল সাহা৷
অধীর যাই বলুন না কেন, পাল্টা তাঁর বিরুদ্ধেও বিজেপিকে মদত দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুরে প্রচার করতে গিয়ে অভিযোগ করেছেন, অধীরের জন্যই বাংলায় ইন্ডিয়া জোট সফল হয়নি৷ ভোটের দিনও অধীর বনাম তৃণমূল কথার লড়াই থামল না৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2024 10:51 AM IST