Adhir Ranjan Chowdhury: বহরমপুরে ডবল হ্যাটট্রিক হবে? ভোটের দিন সকালেই হুঙ্কার অধীরের

Last Updated:

অধীর যাই বলুন না কেন, পাল্টা তাঁর বিরুদ্ধেও বিজেপিকে মদত দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল৷

অধীররঞ্জন চৌধুরী৷ ফাইল ছবি
অধীররঞ্জন চৌধুরী৷ ফাইল ছবি
বহরমপুর: অনেকেই বলছেন, এবার বহরমপুরে তাঁর লড়াইটা অন্যবারের তুলনায় কঠিন৷ পাঁচ বার বহরমপুর থেকে ভোটে জেতা অধীররঞ্জন চৌধুরী অবশ্য এই সমস্ত রাজনৈতিক ব্যাখ্যা নিয়ে বিশেষ চিন্তিত নন৷ বরং ভোটের দিন সকালেও নিজের মেজাজেই পাওয়া গেল বহরমপুরের কংগ্রেস প্রার্থীকে৷ বরং ভোটের দিন সকালেও তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন অধীর৷
এ দিন সকাল থেকেই বহরমপুরের বিভিন্ন বুথে বুথে ঘোরেন অধীর৷ ভোটও দেন তিনি৷ তারই ফাঁকে অধীর চৌধুরী বলেন, ‘আমাকে হারাতে সাম্প্রদায়িক রাজনীতি করা হচ্ছে। আপনাদের মূল উদ্যেশ্য অধীর চৌধুরীকে হারানো।মমতা বন্দ্যোপাধ্যায় ভিতু মহিলা। উনি চ্যালেঞ্জ নিচ্ছেন না। ২০২৬- এ মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, এইটুকু আমি জানি।’
advertisement
advertisement
বহরমপুরে এবার অধীররঞ্জন চৌধুরীর মূল প্রতিপক্ষ তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান৷ আত্মবিশ্বাসী অধীর অবশ্য দাবি করেছেন, ইউসুফ পাঠানকে বলির পাঁঠা করেছে তৃণমূল৷ এ ছাড়াও লড়াইয়ে রয়েছেন বিজেপি প্রার্থী পেশায় চিকিৎসক নির্মল সাহা৷
অধীর যাই বলুন না কেন, পাল্টা তাঁর বিরুদ্ধেও বিজেপিকে মদত দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুরে প্রচার করতে গিয়ে অভিযোগ করেছেন, অধীরের জন্যই বাংলায় ইন্ডিয়া জোট সফল হয়নি৷ ভোটের দিনও অধীর বনাম তৃণমূল কথার লড়াই থামল না৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Adhir Ranjan Chowdhury: বহরমপুরে ডবল হ্যাটট্রিক হবে? ভোটের দিন সকালেই হুঙ্কার অধীরের
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement