Adhir Chowdhury: অধীর চৌধুরীর পাঁচ বার নাকি... বহরমপুরের লড়াইতে এবার এক্স ফ্যাক্টর সেই একজনই!

Last Updated:

Adhir Chowdhury: বহরমপুর লোকসভা নির্বাচন চতুর্থ দফায়! কী বলছেন ভোটাররা? কার দিকে পাল্লা ভারী? জানুন

+
বহরমপুর

বহরমপুর লোকসভা কেন্দ্রের তিন প্রার্থী 

মুর্শিদাবাদ: বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন চতুর্থ দফায়। কী বলছেন জনগণ, আবার কি পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীর উপরই ভরসা নাকি, বিজেপির ডাঃ নির্মল সাহা না খোলোয়ার ইউসুফ পাঠান। কী বলছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের মানুষ? ১৯৫১ সালে বহরমপুর লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত।
এটি মুর্শিদাবাদ জেলা প্রতিনিধিত্ব করে এবং বহরমপুর শহরে লোকসভা কেন্দ্রের সদর দফতর। বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত, বড়ঞা, কান্দি, ভরতপুর, বহরমপুর, বেলডাঙা, রেজিনগর ও নওদা বিধানসভা নিয়ে গঠিত বহরমপুর লোকসভা। ১৯৯৯ সাল থেকে টানা কংগ্রেসের হাতে রয়েছে এই সংসদীয় এলাকা। টানা পাঁচবারের সাংসদ রয়েছেন অধীর চৌধুরী। এবছর লোকসভা নির্বাচনে হাই ভোল্টেজ লড়াই।
advertisement
advertisement
একদিকে বিজেপির প্রার্থী ডাঃ নির্মল সাহা ও অন্যদিকে তৃণমূলের প্রার্থী খেলোয়াড় ইউসুফ পাঠান।২০১৯ সালে তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার কে পরাজিত করে পঞ্চম বারের জন্য জয়ী হন অধীর চৌধুরী। কংগ্রেস ভোট পায় ৫লক্ষ ৯১ হাজার ১৬০। যার ভোটদানের হার ছিল ৪৫.৪ %। অন্যদিকে তৃণমূলের প্রার্থী অপূর্ব সরকার ভোট পেয়েছিলেন ৫লক্ষ ১০ হাজার ৪১০ ভোট। ৩৯.২৬% ভোট পায় শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে বিজেপি তৃতীয় স্হান দখল করেছিল কৃষ্ণ জোয়ারদার আর্য। তার প্রাপ্ত ভোট ছিল ১ লক্ষ ৮৩ হাজার ৩৮টি ভোট। যা ছিল ১১ শতাংশ ভোট দানের হার।
advertisement
তবে অধীর চৌধুরী তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারকে পরাজিত করেছিলেন ৮০ হাজার ৬৯৬ ভোটে। তবে এবছর বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। কেউ বলছে, পরিবর্তন চাই, কেউ বা বলছেন প্রত্যাবর্তন। তবে অনেকেই আবার চিকিৎসকের ওপর আস্থা রাখছেন। সাধারণ মানুষের দাবি, এ বছর পরিবর্তনের আশা আছে। তবে বহরমপুরের সিংহাসন কার দিকে‌ যায় তার জন্য অপেক্ষা করতে হবে ৪ জুন।
advertisement
—-কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Adhir Chowdhury: অধীর চৌধুরীর পাঁচ বার নাকি... বহরমপুরের লড়াইতে এবার এক্স ফ্যাক্টর সেই একজনই!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement