Abhishek Banerjee: প্রথম দফার ভোটেই উল্টে যাবে হিসেব! রায়গঞ্জে তোলপাড় করা দাবি অভিষেকের

Last Updated:

এ দিন রায়গঞ্জে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এর পর বালুরঘাটের প্রার্থী বিপ্লব মৈত্রের হয়েও রোড শোতে অংশ নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷

অভিষেকের নিশানায় বিজেপি৷ ফাইল ছবি
অভিষেকের নিশানায় বিজেপি৷ ফাইল ছবি
রায়গঞ্জ: এনডিএ চারশো আসন পার করে ফেলবে বলে হুঙ্কার ছেড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কিন্তু উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে তৃণমূল শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা কটাক্ষ করে বললেন, ৪ জুন চারশো ভোল্টের ধাক্কা খাবে বিজেপি৷ একই সঙ্গে অভিষেকের দাবি, শুক্রবারের প্রথম দফায় উত্তরবঙ্গের যে তিনটি কেন্দ্রে ভোট হয়েছে, সেই তিনটি আসনেই জয়ী হবেন তৃণমূল প্রার্থীরা৷
এ দিন রায়গঞ্জে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এর পর বালুরঘাটের প্রার্থী বিপ্লব মৈত্রের হয়েও রোড শোতে অংশ নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷
advertisement
রায়গঞ্জের সভা থেকে অভিষেক বলেন, ‘নরেন্দ্র মোদি বলেছেন আগামী বার ৪০০ পার। শুনে রাখুন বিজেপি আগামী ৪ তারিখ ৪৪০ ভোল্টের শক খাবে। রাজ্যের প্রথম দফার ভোটে সাধারণ মানুষ তাঁদের আশীর্বাদ দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। কোচবিহার, আলিপুরদুয়ার ,জলপাইগুড়ি- তিন আসনেই জয়লাভ করবে তৃণমূল৷’
advertisement
একই সঙ্গে বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, ফের কেন্দ্রে ক্ষমতায় এলে বিজেপি আর ভোট করতে দেবে না৷ প্রচারে বেরিয়ে এই একই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷
আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং কেন্দ্রে নির্বাচন রয়েছে৷ এই তিনটি লোকসভা কেন্দ্রই বর্তমানে বিজেপি-র দখলে রয়েছে৷ রায়গঞ্জ থেকে ৩ লক্ষ ভোটে কৃষ্ণ কল্যাণীকে জয়ী করার জন্য দলীয় কর্মীদের লক্ষ্যমাত্রা বেঁধে দেন অভিষেক৷
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Abhishek Banerjee: প্রথম দফার ভোটেই উল্টে যাবে হিসেব! রায়গঞ্জে তোলপাড় করা দাবি অভিষেকের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement