Heat wave warning: টানা তাপপ্রবাহে পুড়বে দক্ষিণবঙ্গ, ছয় জেলায় চরম সতর্কতা! কবে বৃষ্টি, জানাল হাওয়া অফিস
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গতকালের মতো আজও কলকাতায় তাপপ্রবাহ। আজ ৪১ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার তাপমাত্রা।
দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা। এ দিন এমনই সাবধানবাণী শুনিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত৷
দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা। এ দিন এমনই সাবধানবাণী শুনিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত৷

advertisement
advertisement
হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম- এই ছয় জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রবিবার পর্যন্ত। তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে লু বইবে।
তবে হাওয়া অফিস জানিয়েছে, সোমবার বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে জলীয় বাষ্প ঢুকবে। তার ফলেই বজ্রগর্ভ মেঘ থেকে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।advertisement
মঙ্গলবার থেকে এই বৃষ্টি পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে। উপকূল সহ উপকূল সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার। দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা।advertisement
তবে এই সম্ভাবনা খুবই সামান্য৷ দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে। হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 20, 2024 5:22 PM IST

