Postal Ticket of IIT Kharagpur: বাঙালির গর্ব! এবার ডাকটিকিটে আইআইটি খড়গপুর, জাতীয় স্তরে নতুন দিগন্ত
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
West Medinipur Postal Ticket of IIT Kharagpur: জাতীয় স্তরে এক অভিনবত্বের সাক্ষী রাখল আইআইটি খড়গপুর। আইআইটি খড়্গপুরে প্রাচীন ভবনের ছবি থাকবে পোস্টাল স্ট্যাম্পে। জাতীয় স্তরে এক মাইলফলক।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ভারতে প্রযুক্তিবিদ্যার প্রাচীন প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর। হিজলি ডিটেনশন ক্যাম্প থেকে আজ ভারতের প্রযুক্তিবিদ্যার এক প্রতিষ্ঠান এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর। গৌরবোজ্জ্বল ৭৫ বছরে পদার্পণ করেছে প্রতিষ্ঠানটি। এ প্রতিষ্ঠানের গৌরব ধরে রাখতে এক নতুন সিদ্ধান্ত।
ভারত সরকারের ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে এবার পোস্টাল স্ট্যাম্পে আইআইটি খড়গপুর। ডাক টিকিতে থাকবে প্রাচীন আইআইটি খড়গপুরের ছবি, তা ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ। ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে এই অভিনব সিদ্ধান্ত আইআইটি কর্তৃপক্ষের।
আরও পড়ুন: SSC নবম-দশমের শূন্যপদ বাড়ার সম্ভাবনা ক্ষীণ! চূড়ান্ত শূন্যপদের তালিকা প্রকাশ কবে? জানাল স্কুল শিক্ষা দফতর
ইতিমধ্যেই বীরভূমের শান্তিনিকেতনে আয়োজিত ভারতীয় ডাক বিভাগের এক বিশেষ অনুষ্ঠানে উন্মোচন হয় আইআইটি খড়্গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ ডাক টিকিট। আইআইটির সূত্রে খবর,এক গৌরবজ্জ্বল অধ্যায় সূচনা হল এই পোস্টাল স্ট্যাম্পের মধ্য দিয়ে। যা শুধু ভারত বর্ষ নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও এক নতুন দিগন্ত উন্মোচিত করবে।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘ভয় পাবেন না, একজনের গায়ে আঁচড় লাগলে আমার গায়ে লাগবে’, SIR বিরোধী সভায় হুঙ্কার মমতার
স্বাধীন ভারতে প্রযুক্তিবিদ্যার উন্মেষ ঘটাতে হিজলি বন্দিনিবাস থেকে শুরু হয় আইআইটি খড়গপুরের পথচলা। সামান্য কয়েকজন ফ্যাকাল্টি হাতে গোনা কয়েকজন ছাত্রছাত্রীকে নিয়ে প্রযুক্তিবিদ্যার প্রতিষ্ঠান শুরু হয় মেদিনীপুরে। রেলশহর খড়্গপুরে প্রতিষ্ঠিত এই আইআইটি খড়গপুর থেকে আজ সারা বিশ্বব্যাপী একাধিক পড়ুয়া ও কৃতি প্রতিষ্ঠিত। আইআইটি খড়গপুর থেকে নিজেদের জীবন শুরু করেছেন সুন্দর পিচাই থেকে একাধিক প্রতিভাবানেরা। গৌরবকে ধরে রাখতে অভিনব ভাবনা ভারতীয় ডাক বিভাগের।
advertisement
খড়্গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী মন্তব্য করেছেন, ‘এই স্মারক ডাকটিকিট উন্মোচন আমাদের সমগ্র সম্প্রদায়ের জন্য একটি গর্বের মুহূর্ত। এটি আমাদের যাত্রা, আমাদের আকাঙ্ক্ষা এবং ভবিষ্যতের জন্য আইআইটি খড়গপুরের দৃষ্টিভঙ্গির প্রতি ভারতের আস্থা প্রতিফলিত করে।’ জাতীয় স্তরে এক অভিনবত্বের সাক্ষী রাখল আই আই টি খড়গপুর। আই আই টি খড়্গপুরে প্রাচীন ভবনের ছবি থাকবে পোস্টাল স্ট্যাম্পে। যা জাতীয় স্তরে এক মাইল ফলক।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2025 7:02 PM IST

