TET 2022 || টেট ঘিরে তুমুল নিরাপত্তা, তারপরেও কি হোঁচট খেল পর্ষদ? জরুরি ভিত্তিতে জারি নির্দেশিকা
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- Published by:Rachana Majumder
Last Updated:
বেশ কয়েকটি জায়গায় বায়োমেট্রিক দেরিতে পৌঁছেছে বলেই অভিযোগ আসছে পর্ষদে।
#কলকাতা: নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ করেও কি হোঁচট খেল প্রাথমিক শিক্ষা পর্ষদ? কিছুক্ষণ আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জরুরি ভিত্তিতে নির্দেশ আসে জেলাশাসক ও পুলিশ সুপারদের কাছে। বলা হয়, "ফ্রিস্কিং এবং বায়োমেট্রিক অ্যাটেনডেন্স যেখানে কাজ করছে না আপনারা আপনাদের মতো করে পদক্ষেপ নিন।" কিছুক্ষণ আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি দায়িত্বপ্রাপ্ত সংস্থার সঙ্গে বৈঠক করেন। তারপরেই পর্ষদের সচিব জরুরি ভিত্তিতে এই নির্দেশিকা দিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, "আপনাদের তরফ থেকে যা পদক্ষেপ করার করতে পারেন।"
কী কারণে এই নির্দেশিকা তা ঘিরে কৌতুহল তুঙ্গে। যদিও বেশ কয়েকটি জায়গায় বায়োমেট্রিক দেরিতে পৌঁছেছে বলেই অভিযোগ আসছে পর্ষদে। নিরাপত্তা নিয়ে এত কড়াকড়ি করেছিল পর্ষদ। তারপরেও এই খামতি কী করে? যদিও গোটা বিষয়টি নিয়ে এখনো পর্ষদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
advertisement
advertisement
advertisement
মূলত পরীক্ষার নিরাপত্তা নিশ্চিদ্র করার জন্যই এই সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছে পর্ষদ বলেই পর্ষদ সূত্রে খবর। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে প্রাথমিক শিক্ষা পরিষদের আধিকারিকরা দফায় দফায় বৈঠক করে ফেলেছেন। পর্ষদ সূত্রে খবর, গোটা বিষয়টি নিয়ে অনেক খরচ হলেও, পরীক্ষা নিরাপত্তা নিয়ে ঝুঁকি নিতে চাননি পর্ষদের আধিকারিকরা।
view commentsLocation :
First Published :
Dec 11, 2022 11:38 AM IST










