Job Alert: মোটা অঙ্কের বেতন, সরকারি চাকরির সুবর্ণ সুযোগ IIT খড়গপুরে, চাকরিপ্রার্থীরা আজই আবেদন করুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Job Alert: আইআইটি খড়্গপুরে বিশেষ প্রকল্পে চাকরির সুযোগ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বি-টেক অথবা এম-টেক ডিগ্রি থাকলে আবেদন জানান।
খড়গপুর, রঞ্জন চন্দ: আপনার কী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি-টেক ডিগ্রি রয়েছে? পুজোর আগেই আপনার জন্য চাকরির সুযোগ। এবার চাকরি পেতে পারবেন আইআইটি খড়্গপুরে। বিশেষ প্রযুক্তি কাজের জন্য ইতিমধ্যে কর্মী নিয়োগ করা হবে ভারতের প্রযুক্তিবিদ্যার প্রাচীন প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়্গপুরে। প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করেছে আইআইটি কর্তৃপক্ষ।
বিশেষ এক প্রকল্পে কাজের জন্য অস্থায়ী ভিত্তিতে একজন গবেষক নিয়োগ করবে আইআইটি। এখনই যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে মূল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানান। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, আইআইটি খড়্গপুরে এক বিশেষ প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলোশিপ নিয়োগ করবে প্রতিষ্ঠানটি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিটেক অথবা এম টেক ডিগ্রি থাকলে আবেদন জানাতে পারবেন এই বিশেষ পদের জন্য। মোটা অঙ্কের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ওয়েবসাইটে।
advertisement
আরও পড়ুনঃ বাজারে বাংলাদেশের ইলিশের বন্যা, ভোজনরসিকদের মুখে হাসি! কেজি প্রতি মিলছে কত দামে? জানুন
জুনিয়র রিসার্চ ফেলোশিপ পদে অস্থায়ী ভিত্তিতে এই কাজের জন্য মোট একজন গবেষক নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে জানান হয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এম-টেক অথবা বি-টেক ডিগ্রি থাকলেও আবেদনকারীকে নেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
advertisement
আরও পড়ুনঃ সবুজে ঢাকা পাহাড়, ঝর্ণা, জলপ্রপাত, লেক…কী নেই! ঝাড়গ্রামের ‘এই’ জায়গা থেকে পুজোয় ঘুরে আসুন
জানা গিয়েছে, অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় A figh-frequency isolated, soft-switched,single-stage, 3-phase AC-DC bidirectional converter for battery storage application (SSD) এই প্রকল্পে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীর কোনও অভিজ্ঞতা প্রয়োজন নেই। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। বিশেষ ক্ষেত্রে পাঁচ বছরের বয়সের ছাড় রয়েছে। নিযুক্ত ব্যক্তিকে প্রতিমাসে যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে ৩৭ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে।
advertisement
বিশেষ এই প্রকল্পে গবেষক নিয়োগের জন্য অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন জানাতে গেলে প্রথমে আপনাকে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৫। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
September 27, 2025 9:27 AM IST