West Bengal Job Alert: কলকাতা পুলিশের নিয়োগ পরীক্ষার তারিখ বদল! কবে হবে পরীক্ষা? জানুন খুঁটিনাটি নিচের লিঙ্কে
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
West Bengal Job Alert: কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্ট্রেস, সার্জেন্ট এবং কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তনের ঘোষণা করল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)।
কলকাতা, সুদীপ্ত গড়াই: কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্ট্রেস, সার্জেন্ট এবং কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তনের ঘোষণা করল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)। বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, চলতি নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষার তারিখ পুনর্নির্ধারিত হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৩ সালের কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর/সাব-ইন্সপেক্ট্রেস (আনআর্মড ব্রাঞ্চ), সাব-ইন্সপেক্টর (আর্মড ব্রাঞ্চ) এবং সার্জেন্ট পদে চূড়ান্ত যৌথ প্রতিযোগিতামূলক পরীক্ষা ১৫ অক্টোবর ২০২৫-এ হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সিদ্ধান্তে এই পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। বোর্ড জানিয়েছে, নতুন তারিখ পরে জানানো হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মাসে ৪০,০০০ টাকা বেতন! ইন্টারভিউ দিয়ে সরাসরি দিঘা জগন্নাথ মন্দিরে চাকরি! আবেদনের খুঁটিনাটি জানুন এক ক্লিকে
অন্যদিকে, ২০২৪ সালের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে প্রাথমিক লিখিত পরীক্ষার তারিখও এগিয়ে আনা হয়েছে। আগে যেখানে এই পরীক্ষা ১ ফেব্রুয়ারি ২০২৬-এ হওয়ার কথা ছিল, সেখানে নতুন তারিখ ধার্য করা হয়েছে ২১ ডিসেম্বর ২০২৫।
advertisement
পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রার্থীদের পরামর্শ দিয়েছে, তারা যেন নিয়মিত বোর্ডের সরকারি ওয়েবসাইট https://prb.wb.gov.in পরিদর্শন করে সর্বশেষ তথ্য জেনে নেন। বোর্ডের তরফে জানানো হয়েছে, পরিবর্তিত সময়সূচি ও অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট শুধুমাত্র সরকারি ওয়েবসাইটের মাধ্যমেই প্রকাশ করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া বহু প্রার্থীর কাছে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরীক্ষার নতুন তারিখ ঘোষণার অপেক্ষায় এখন রাজ্যজুড়ে হাজার হাজার প্রার্থী।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2025 7:13 PM IST

