West Bengal Job Alert: মাসে ৪৭,৬০০ টাকা বেতন! খড়গপুর আইআইটিতে চাকরির সুযোগ, কারা আবেদনের যোগ্য? জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
West Bengal Job Alert: সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই পদের জন্য। প্রথমে আইআইটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাতে হবে।
খড়গপুর, রঞ্জন চন্দ: আপনার কী মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি-টেক, এম-টেক ডিগ্রি রয়েছে? আপনি কি পিএইচডি করেছেন? সম্প্রতি পিএইচডি থিসিস পেপার জমা দিয়েছেন? তবে আপনার জন্য মোটা অঙ্কের বেতনে কাজের সুযোগ রয়েছে আইআইটি খড়্গপুরে। পুজোর মরশুমে মোটা অঙ্কের বেতনে গবেষণা সংক্রান্ত কাজ পেতে এখনই আবেদন করুন।। যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ করা হবে গবেষককে। তাই এখনই আবেদন জানান এই বিশেষ কাজের জন্য।
ভারত সরকারের অধীন স্টিল মন্ত্রকের তত্ত্বাবধানে এই বিশেষ এক প্রকল্পে কাজের জন্য অস্থায়ী ভিত্তিতে গবেষক নিয়োগ করবে আইআইটি খড়গপুর। ইতিমধ্যে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ভারত সরকারের স্টিল মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় A laboratory/pilot scale set up to optimize the process parameters for producing DRI with varying H2 and CO ratio along with 3D Multiphysics modelling of DRI shaft reactor(OHA) প্রকল্পে কাজের জন্য অস্থায়ী ভিত্তিতে সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট (রিসার্চ) নিয়োগ করা হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ছট উৎসবে যাত্রীদের জন্য বিরাট সুখবর! এই রুটে চলবে ৩১ পুজো স্পেশ্যাল ট্রেন, কোন রুটে কোন সময় চলবে? জানুন
পুজোর মরশুমে এই কাজের সুযোগ দিচ্ছে আইআইটি খড়গপুর। জানা গিয়েছে, মেটালার্জিক্যাল বিষয়ে বিটেক এবং এমটেক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে। শুধু তাই নয়, প্রয়োজন নেই কোনও অভিজ্ঞতার। আবেদনকারীর বয়স সীমা হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর। যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৪৭৬০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। মোট একটি শূন্যপদে নিয়োগ করা হবে একজন গবেষককে।
advertisement
সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই পদের জন্য। সেক্ষেত্রে প্রথমে আইআইটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ ৩০ অক্টোবর ২০২৫।
view commentsLocation :
Paschim Medinipur,West Bengal
First Published :
October 23, 2025 7:15 PM IST