Schools: কোন স্কুলে কতজন শিক্ষক শিক্ষিকা? তথ্য চাইছে রাজ্য, জানুন কারণ

Last Updated:

১০ ফেব্রুয়ারির মধ্যেই বিভিন্ন স্কুলের (Schools) প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিকাও জারি করেছে।

স্কুলের শিক্ষক- শিক্ষিকার সংখ্যা জানতে চায় রাজ্য৷ Photo-File
স্কুলের শিক্ষক- শিক্ষিকার সংখ্যা জানতে চায় রাজ্য৷ Photo-File
#কলকাতা: রাজ্যের বিভিন্ন সরকারি এবং সরকারি নিয়ন্ত্রিত স্কুলে কত জন করে শিক্ষক শিক্ষিকা রয়েছেন?এবার তার তথ্য চাইল রাজ্য। বিভিন্ন স্কুলের (Schools) প্রধান শিক্ষক-প্রধান শিক্ষিকাদের ১০ ফেব্রুয়ারির মধ্যে তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
কিন্তু হঠাৎ করে কেন এই তথ্য চাওয়ার প্রয়োজনীয়তা এল? রাজ্য স্কুল শিক্ষা দপ্তর শিক্ষকদের বদলির জন্য উৎসশ্রী প্রকল্প চালু করেছে।  এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে বদলি হচ্ছে। এর ফলে বিভিন্ন স্কুলগুলিতে শিক্ষকদের সংখ্যা কমছে, বাড়ছেও।
advertisement
advertisement
ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে এই সংক্রান্ত রিপোর্টে এসে পৌঁছচ্ছে স্কুল শিক্ষা দপ্তরে। সেই কারণেই স্কুল ভিত্তিক এই তথ্য চাইছে মধ্যশিক্ষা পর্ষদ। তার কারণ শিক্ষক-শিক্ষিকাদের বদলি হওয়ার পর এখন কত জন করে শিক্ষক শিক্ষিকা প্রতিটি স্কুলে রয়েছেন, সেই সম্পর্কে বিস্তারিত ধারণা চায় পর্ষদ।
প্রসঙ্গত শিক্ষক-শিক্ষিকাদের বদলি হওয়ার ফলে গ্রামের একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। এই রিপোর্টে এসে পৌঁছেছে শিক্ষা দপ্তরে। পাশাপাশি যে স্কুলগুলির থেকে শিক্ষক-শিক্ষিকারা অন্য স্কুলে বদলি হয়ে যাচ্ছেন সেই শূন্য পদ গুলিও সেই ভাবে পূরণ হচ্ছে না।
advertisement
প্রসঙ্গত আগামী মার্চ মাসে রয়েছে মাধ্যমিক পরীক্ষা। তারপরই আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা। সে ক্ষেত্রে পরীক্ষা পরিচালনার জন্য সব স্কুলে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা আছে নাকি, তা জেনে নিতে চাইছে স্কুল শিক্ষা দফতর৷
বিশেষত রাজ্যজুড়ে ৬ হাজারেরও বেশি পরীক্ষা কেন্দ্রে এবার মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। সে ক্ষেত্রে বিভিন্ন জেলার প্রান্তিক অঞ্চলে স্কুলগুলিতে ও পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা রয়েছেন কি না,  তা জানতে চাইছে পর্ষদ৷ তার কারণ পরীক্ষা পরিচালনা করতে গেলে নজরদারির জন্য পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা প্রয়োজন। কিন্তু যদি দেখা যায় প্রয়োজনের তুলনায় সেই সংখ্যা কম হচ্ছে তাহলে বিকল্প ব্যবস্থা করতে হতে পারে।
advertisement
অন্যদিকে বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সংখ্যা কত সেই বিষয় সম্পর্কেও একটা বিস্তারিত ধারণা চলে আসবে। সে ক্ষেত্রে যে স্কুলগুলিতে কম সংখ্যক শিক্ষক-শিক্ষিকারা রয়েছেন, সেখানেও বিকল্প ব্যবস্থা করে নেওয়া যেতে পারে। তার জন্যই প্রাথমিকভাবে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের থেকে এই তথ্য চাওয়া হচ্ছে বলেই সূত্রের খবর। যদিও এই বিষয় নিয়ে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় কোন মন্তব্য করতে চাননি।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Schools: কোন স্কুলে কতজন শিক্ষক শিক্ষিকা? তথ্য চাইছে রাজ্য, জানুন কারণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement