হোম /খবর /শিক্ষা /
জয়েন্টে প্রথম কলকাতার মোহাম্মাদ সাহিল আখতার! ২য় এবং ৩য় স্থানেও দুরন্ত চমক

WBJEE Result 2023: জয়েন্টে প্রথম কলকাতার মোহাম্মাদ সাহিল আখতার! ২য় এবং ৩য় স্থানেও দুরন্ত চমক

WBJEE Result 2023 এই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ সাহিল আখতার। তিনি রুবি পার্কের দিল্লি পাব্লিক স্কুলের ছাত্র। সিবিএসই বোর্ডে পড়াশোনা করেছেন মোহাম্মাদ।

  • Share this:

কলকাতা: চলতি বছরের ইঞ্জিনিয়রিংয়ের ফলপ্রকাশ করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ সাহিল আখতার। তিনি দিল্লি পাব্লিক স্কুল রুবি পার্কের ছাত্র।

সেই একই স্কুলের ছাত্র সোহম দাস। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন তিনি। বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্রী সারা মুখোপাধ্যায় এই পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছেন।

মেধাতালিকায় কলকাতা থেকে দু’জন স্থান পেলেও জেলা থেকেই পাঁচ জন জায়গা করে নিল তালিকায়। যার মধ্যে বাঁকুড়া থেকে দু’জন, পশ্চিম মেদিনীপুর থেকে একজন, পশ্চিম বর্ধমান থেকে একজন ও পূর্ব বর্ধমান থেকে একজন।

৯৮ হাজার পরীক্ষার্থী এবার ইঞ্জিনিয়রিংয়ের প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন। বিকেল চারটের পর থেকেই পরীক্ষার্থীরা তাঁদের নম্বর ও র‍্যাঙ্ক কার্ড দুই ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুন: বাবা মুদি দোকান চালান! উচ্চ মাধ্যমিকে নজরকাড়া সাফল্যে চমকে দিল মেয়ে

আরও পড়ুন: মুদি দোকানে বাবার সঙ্গে কাজ করতে করতেই পড়া, উচ্চ মাধ্যমিকে সপ্তম সন্দীপ

 

চলতি বছর জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরীক্ষার জন্য একাধিক নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল। প্রথমত ওএমআর শিট জালিয়াতি রুখতে এ বছর প্রথম ওএমআর শিটে ভিন্ন প্রযুক্তি ব্যবহার করেছে জয়েন্ট বোর্ড। যার ফলে ওএমআর শিট জালিয়াতি করা সম্ভব নয় বলেই দাবি করেছিলেন বোর্ডের আধিকারিকরা। অবশেষে ফল প্রকাশ হল। ছাত্রছাত্রীদের মধ্যে এই মুহূর্তে উন্মাদনা।

Published by:Sanchari Kar
First published:

Tags: WBJEE, WBJEE Result 2023