মুর্শিদাবাদ: ইতিমধ্যেই রাজ্যে প্রকাশিত হয়েছে এবছর উচ্চ মাধ্যমিকের ফল। সেই পরীক্ষায় কলা বিভাগে ৪৭৮ নম্বর পেয়ে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের মধ্যে সম্ভাব্য প্রথম হয়েছে রুকুনপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুদীপ্তা চট্টোপাধ্যায়।
আগামী দিনে ভূগোল নিয়ে পড়তে চান এই কৃতী ছাত্রী। উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় মুর্শিদাবাদের কেউ স্থান না পেলেও সার্বিক পাশের হারে অনেকটাই এগিয়ে মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার অনেক ছাত্র-ছাত্রী ভাল ফল করেছে। যদিও প্রথম দশে মেধাতালিকায় নাম না থাকলেও মুর্শিদাবাদ জেলাতে তাক লাগিয়ে ফলাফলে চমকে দিয়েছেন সুদীপ্তা।
আরও পড়ুন: WB HS Result 2023: মুদি দোকানে বাবার সঙ্গে কাজ করতে করতেই পড়া, উচ্চ মাধ্যমিকে সপ্তম সন্দীপ
বাবা সামান্য মুদিখানার দোকান সামলে সংসার চালান। তবে কন্যা ছোট থেকেই অদম্য ইচ্ছা আর পড়াশোনার প্রতি আগ্রহী। আর তাতেই বাজিমাত করে সাফল্য পেলেন সুদীপ্তা। উল্লেখযোগ্য ফলাফল করেছেন হরিহরপাড়া ব্লকের রুকুনপুর উচ্চ বিদ্যালয় থেকে কলা বিভাগের ৪৭৮ নম্বর পেয়ে হরিহরপাড়া ব্লকের মধ্যে সম্ভাব্য প্রথম হয়েছেন রুকুনপুর বলরামপাড়া এলাকার ছাত্রী সুদীপ্তা। আগামী দিনে ভুগোল নিয়ে পড়তে চান তিনি।
আরও পড়ুন: এক ক্লিকে উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখুন News18 Bangla-র ওয়েবসাইটে
ভবিষ্যতে মানুষ গড়ার কারিগর শিক্ষিকা হতে চান কৃতী ছাত্রী। বাবা মুদির দোকান চালিয়ে সংসার চালান। পরিবারের একমাত্র কন্যাসন্তানের এই সাফল্যে উচ্ছ্বসিত তাঁর পরিবারও। মেয়েকে আগামী দিনে শিক্ষিকা হিসেবে দেখতে চায় পরিবার। রুকুনপুর উচ্চ বিদ্যালয় থেকে গত কয়েক বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ছাত্র ছাত্রীদের ফলাফল ভাল হওয়ায় খুশি এলাকার মানুষও। সুদীপ্তা ওরফে গার্গীর এই সাফল্যে উচ্ছ্বসিত তাঁর স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: HS Result 2023, Murshidabad news