WBJEE 2025 Result: নজরকাড়া সাফল্য! রাজ্য জয়েন্টের প্রথম, ষষ্ঠ, অষ্টম, ৩ কৃতিই পড়ছেন IIT খড়্গপুরে, নম্বর শুনলে মাথা ঘুরে যাবে
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
রাজ্য জয়েন্টে মেধা তালিকায় প্রথম আইআইটি খড়গপুরের বিটেক পড়ুয়া, মেধা তালিকায় বেশ কয়েকজন আইআইটি খড়গপুরের পড়ুয়ারাও।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: আইআইটির মাইল ফলকে এবার নতুন পালক। রাজ্য জয়েন্টের মেধা তালিকায় এবার জায়গা দখল করেছে সদ্য আইআইটিতে পড়তে আসা বেশ কয়েকজন কৃতি। শুধু তাই নয়, রাজ্য জয়েন্টে প্রথম স্থানাধিকারী এবার আই.আই.টি খড়গপুরের ছাত্র। এতে খুশির আবহ আই.আই.টি খড়গপুর জুড়ে। কৃতিদের এই কৃতিত্বকে কুর্নিশ জানিয়েছেন প্রাচীনতম এই প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, এই কৃতীদের হাত ধরে আরও সম্মান আসবে আই.আই.টি জুড়ে বলে মনে করছে আই.আই.টি কর্তৃপক্ষ।
শুক্রবার প্রকাশিত রাজ্য জয়েন্টের মেধাতালিকায় এবার প্রথম স্থানে রয়েছে আইআইটি খড়গপুরের কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র। শুধু তাই নয়, জয়েন্টে জায়গা করে নিলেন পশ্চিম মেদিনীপুরের দুই কৃতী। ষষ্ঠ স্থানে আছেন মেদিনীপুর শহরের সাগ্নিক পাত্র এবং অষ্টম স্থান অধিকার করেছেন খড়্গপুর গ্রামীণের অর্চিষ্মান নন্দী।
advertisement
advertisement
দুজনই JEE Advance-এ সফল হয়ে বর্তমানে আইআইটি খড়্গপুরে পড়ছেন। সাগ্নিক কম্পিউটার সায়েন্স, অর্চিষ্মান কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়ছেন। অন্যদিকে, রাজ্য জয়েন্টের প্রথম স্থানাধিকারী তথা কলকাতা শহরের বাসিন্দা অনিরুদ্ধ চক্রবর্তীও বর্তমানে পশ্চিম মেদিনীপুরের আইআইটি খড়্গপুরে পাঠরত। জেইই অ্যাডভান্সে সফল হয়ে অনিরুদ্ধ কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হয়েছেন খড়্গপুর আইআইটি-তে। এমনই খবর আইআইটি সূত্রে। আর এতেই বেজায় খুশি শিক্ষামহল থেকে আইআইটি খড়গপুর।
advertisement
মেধাবী এই তিন ছাত্রের হাত ধরে আরও সফলতা আসবে আই.আই.টিতে। আইআইটি কর্তৃপক্ষের তরফেও মেধাবী এই তিন ছাত্রকে অভিনন্দিত করা হয়েছে। ডিরেক্টর সুমন চক্রবর্তী বলেন, “শুনে ভাল লাগছে, তিনজনেরই স্বপ্নের ডেস্টিনেশন ছিল আইআইটি খড়্গপুর। আশি করছি, ভবিষ্যতে তিনজনই সারা দেশকে গর্বিত করবে। আইআইটিকে সম্মানের শিখরে পৌঁছে দেবে।”
জানা গিয়েছে, রাজ্য জয়েন্টে প্রথম অনিরুদ্ধ চক্রবর্তী। পার্ক সার্কাসের ডন বস্কো স্কুল থেকে পড়াশোনা করেছেন তিনি। JEE Advance- এ সফল হয়ে অনিরুদ্ধ বর্তমানে আইআইটি খড়্গপুরে কম্পিউটার সায়েন্স নিয়ে বি.টেক কোর্সে ভর্তি হয়েছেন। অনিরুদ্ধর বাবা অম্লান চক্রবর্তী কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মা সাউথ পয়েন্ট হাইস্কুলের পদার্থবিদ্যা বিষয়ের শিক্ষিকা। দাদা কানপুর আইআইটি-তে পড়ছেন।
advertisement
অনিরুদ্ধ বর্তমানে আইআইটি খড়্গপুরেই আছেন।স্বাভাবিকভাবে জে.ই.ই-তে ভাল ফলের পর রাজ্য জয়েন্টে অভাবনীয় ফলে খুশি সকলে। অনিরুদ্ধ বলেন, “জানতাম ভাল ফল হবে। তবে, একেবারে প্রথম হব, আশা করিনি! মোট নম্বর ১৯৩.৭। কম্পিউটার সায়েন্সটাই ভালভাবে পড়তে চাই। তারপর যেটা ভাল লাগবে, সেইভাবেই এগোব।”
advertisement
অন্যদিকে, উচ্চ মাধ্যমিকে দশম স্থান অধিকার করার পর, রাজ্য জয়েন্টে ষষ্ঠ স্থান অধিকার করলেন মেদিনীপুর শহরের সাগ্নিক পাত্র। অন্যদিকে অষ্টম স্থান অধিকার করেছেন পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের বাসিন্দা অর্চিষ্মান নন্দী। এর আগে সর্বভারতীয় জয়েন্টে (JEE Mains) ‘টপার’ হয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবে জেলা জুড়ে এক আনন্দের পরিবেশ।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2025 4:57 PM IST