Actress: বিয়ে করেই সিনেমাকে বিদায়! ১৪ বছর ফিল্ম থেকে দূরে, এখন সম্পত্তি ২০০০ কোটি, তাও অভিনেত্রীর জন্য কাজ চাইছেন তাঁর স্বামী? প্রসেনজিতের সুন্দরী নায়িকাকে চিনতে পারছেন?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Actress: প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘রিফিউজি’, ‘চিতা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁকে শেষবার ‘পেন সিংঘম’ নামক একটি দক্ষিণী ছবিতে দেখা গিয়েছিল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ফের অভিনয়ে প্রত‍্যাবর্তন করতে পারেন অভিনেত্রী। রম্ভা যদিও এ বিষয়ে এখনও কিছুই জানাননি। সম্প্রতি একটি ফিল্ম উৎসবে অংশ নেওয়া প্রযোজক থানু মঞ্চে রম্ভা সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন- ‘‘২০০০ কোটি টাকার সম্পত্তির মালিক রম্ভা। তার স্বামী বড় ব্যবসায়ী। ২০০০ কোটি টাকার সম্পত্তির মালিক। কিছুদিন আগে রম্ভার স্বামী আমার কাছে এসে রম্ভাকে আবার ফিল্মে সুযোগ দেওয়ার জন্য বলেছিলেন। এর জন্য ফিল্ম বানানোর প্রয়োজন নেই। আমি নিজেই ভাল কোম্পানি দেখে বলব।’’
advertisement
থানু জানান, 'রম্ভার স্বামী ইন্দ্রকুমার পদ্মনাভন বড় ব্যবসায়ী। কানাডায় ব্যবসা চালানো তিনি অনেক কোম্পানি পরিচালনা করেন। হোম ইন্টেরিয়রের জন্য বিখ্যাত ম্যাজিক উডস কোম্পানির পরিচালক ইন্দ্রকুমার। এই কোম্পানির পাশাপাশি, রম্ভার নামে একটি কোম্পানি সহ মোট ৫টি কোম্পানি পরিচালনা করেন। এর মধ্যে কিছু কোম্পানি চেন্নাইতেও চলছে।'