WBBSE Madhyamik Result 2025: ফলপ্রকাশ মাধ‍্যমিকের, পাশের হারে এবারেও সেরা পূর্ব মেদিনীপুর! দ্বিতীয়, তৃতীয় কারা?

Last Updated:

WBBSE Madhyamik Result 2025: পাশের হারে প্রতিবছরের মতো এই বছরও এগিয়ে পূর্ব মেদিনীপুর।

ফলপ্রকাশ মাধ‍্যমিকের, পাশের হারে এবারেও সেরা পূর্ব মেদিনীপুর! দ্বিতীয়, তৃতীয় কারা?
ফলপ্রকাশ মাধ‍্যমিকের, পাশের হারে এবারেও সেরা পূর্ব মেদিনীপুর! দ্বিতীয়, তৃতীয় কারা?
শুরু হয়ে গেল মাধ‍্যমিকের ফলপ্রকাশের প্রক্রিয়া। সকাল ৯ টা থেকে সাংবাদিক বৈঠক করেন মধ‍্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ‍্যায়। গত বছরের তুলনায় এই বছর পাশের হার বেশি। এবার ৮৬. ৫৬ % পাশের হার গতবার এর তুলনায় বেশি। গতবার ছিল পাশের হার ৮৬. ৩১%। পাশের হারে প্রতিবছরের মতো এই বছরও এগিয়ে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর ৯৬. ৪৬, দ্বিতীয় কালিম্পং ও কলকাতা তৃতীয় পাশের হারে।
সকাল ৯:৪৫ টা থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে মাধ্যমিক ২০২৫-এর রেজাল্ট পাওয়া যাবে। সকাল ১০টা থেকে ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।
advertisement
মোট পরীক্ষা দিয়েছে ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন পরীক্ষা দিয়েছেন। গতবারের তুলনায় ৫৬ হাজার ৮২৭ জন বেশি। ছাত্রীদের সংখ্যা বেশি ছাত্রদের তুলনায়।
advertisement
২০২৫ সালের মাধ্যমিকের রেজাল্ট দেখতে ক্লিক করুন এই লিঙ্কে wbbse.wb.gov.in
৭০ দিনের মাথায় মাধ্যমিক এর ফল প্রকাশ ঘোষণা করা হচ্ছে। ১০ ই ফেব্রুয়ারী শুরু হয়,২২ এ ফেব্রুয়ারী শেষ হয়।
স্কুলে মার্কশিট কখন পাওয়া যাবে?
প্রতিটি স্কুলে ২ মে, শুক্রবার সকাল ১০টা থেকে বোর্ডের নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। ছাত্রছাত্রীরা বেলা ১২টার পর স্কুলে গিয়ে মার্কশিট নিতে পারবেন।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBBSE Madhyamik Result 2025: ফলপ্রকাশ মাধ‍্যমিকের, পাশের হারে এবারেও সেরা পূর্ব মেদিনীপুর! দ্বিতীয়, তৃতীয় কারা?
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement