WB HS Exam 2024: পরীক্ষার সময় প্রবল চাপ পড়ুয়াদের মনে, মাঠা ঠান্ডা রাখার জরুরি টিপস দিলেন চিকিৎসক

Last Updated:

WB HS Exam 2024: প্রেমের সম্পর্ক, মাদকাসক্তির মতো এমন অনেক বিষয় রয়েছে যার কারণেও শিক্ষার্থীদের মধ্যে ক্রমাগত মানসিক চাপ বাড়ছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে বাংলায়। যে কোনও পরীক্ষার সময়ই মানসিক চাপে ভোগেন ছাত্রছাত্রীরা। জানুন, কীভাবে এই চাপ কমাবেন। রইল বিশেষজ্ঞের টিপস।
ভারতের অন্যতম পরিচিত শহর কোটা। এখানে সারা দেশ থেকে শিক্ষার্থীরা তাঁদের স্বপ্নপূরণের উদ্দেশ্যে আসেন। কোটা ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল ফ্যাক্টরি নামেও পরিচিত। এখানে সারা শহর জুড়ে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে পড়ে আইআইটির মতো কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন নিয়ে আসেন শিক্ষার্থীরা। কিন্তু শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ ক্রমেই বাড়ছে, তা পড়াশোনার কারণে হোক বা বাবা-মায়ের স্বপ্নপূরণের চাপ।
advertisement
আরও পড়ুন: ববিকে বিয়ে ‘চরম ভুল’, নাম জড়ায় সোনু নিগমের সঙ্গেও! সুনিধি চৌহানের প্রেম জীবন এত কষ্টের? জানলে গায়ে কাঁটা দেবে
এছাড়াও প্রেমের সম্পর্ক, মাদকাসক্তির মতো এমন অনেক বিষয় রয়েছে যার কারণেও শিক্ষার্থীদের মধ্যে ক্রমাগত মানসিক চাপ বাড়ছে। এর ফলে অনেক শিক্ষার্থী আত্মহত্যার মতো পথও বেছে নেন। শিক্ষার্থীদের মানসিক চাপ দূর করতে, কোটার কোচিংসেন্টারগুলি, প্রশাসন, পুলিশ বিভাগ এবং সামাজিক সংগঠনগুলির দ্বারা অনেক ধরনের প্রোগ্রাম এবং সচেতনতা অভিযান প্রচার চালানো হয়।
advertisement
advertisement
যাতে শিক্ষার্থীরা মানসিক চাপে পড়লে একজন কাউন্সেলরের মাধ্যমে তাদের মানসিক চাপ দূর করতে পারেন। পুলিশ বিভাগ থেকে স্টুডেন্ট হেল্পলাইনও চালু করা হয়েছে। কোনও শিক্ষার্থী মানসিক চাপে থাকলে পুলিশ স্টুডেন্ট হেল্পলাইনে যোগাযোগ করে তাঁর মানসিক চাপ অনেকাংশে কমাতে পারেন।
আরও পড়ুন: ‘বেবি ডল’ আলিশা ‘মেড ইন ইন্ডিয়া’ গেয়ে মাত করেছিলেন! কিন্তু গায়িকার ‘সর্বনাশ’ করেন অনু মালিক? জানলে শিউরে উঠবেন
মনোরোগ বিশেষজ্ঞ ডা. অখিল আগরওয়াল মানসিক চাপ কমানোর জন্য কিছু টিপস দিয়েছেন। তিনি বলেছেন অনেক শিক্ষার্থী তাঁদের স্বপ্ন পূরণ করতে কোটায় আসেন, কিন্তু কখনও কখনও তাঁরা নিজেদের স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হন। পড়াশোনার ক্ষেত্রে মানসিক চাপ কমাতে তিনি এই পরামর্শ দিয়েছেন-
advertisement
১. প্রতিদিন ক্লাসের অন্য শিক্ষার্থীদের সঙ্গে, শিক্ষকের সঙ্গে, হোস্টেলের ওয়ার্ডেনদের সঙ্গে এবং অভিভাবকদের সঙ্গে কথা বলা উচিত।
২. শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শারীরিক ব্যায়াম। ব্যায়ামের জন্য ১০ থেকে ১৫ মিনিট সময় দেওয়া উচিত, গেম খেলা বা মর্নিং বা ইভিনিং ওয়াক বা পার্কে যাওয়া যেতে পারে।
৩. ছাত্রদের প্রতিদিন তাদের দৈনন্দিন কাজ শেষ করতে হবে।
advertisement
৪. শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় ঘুমোনো উচিত, প্রতিদিন কমপক্ষে ৬ থেকে ৮ ঘন্টা ঘুমানো উচিত।
৫. শিক্ষার্থীদের প্রতিদিন ভাল পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে।
৬. শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রেমের সম্পর্ক এড়িয়ে চলা, এর পরিবর্তে পড়াশোনায় মন দিতে হবে।
৭. শিক্ষার্থীদের জন্য আরও এক গুরুত্বপূর্ণ বিষয় হল নেশা না করা।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WB HS Exam 2024: পরীক্ষার সময় প্রবল চাপ পড়ুয়াদের মনে, মাঠা ঠান্ডা রাখার জরুরি টিপস দিলেন চিকিৎসক
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement