Sunidhi Chauhan Love Life: ববিকে বিয়ে 'চরম ভুল', নাম জড়ায় সোনু নিগমের সঙ্গেও! সুনিধি চৌহানের প্রেম জীবন এত কষ্টের? জানলে গায়ে কাঁটা দেবে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Sunidhi Chauhan Love Life: ২০০২ সালে মাত্র ১৮ বছরে কোরিওগ্রাফার ববি খানকে ভালবেসে বিয়ে করেন সুনিধি চৌহান। বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার আহমেদ খানের ভাই ববি।
advertisement
advertisement
বলিউডে কান পাতলে শোনা যায়, 'পহেলা নশা' নামে একটি মিউজিক ভিডিওয় কাজ করতে গিয়ে দু'জনের দেখা। সেই সাক্ষাৎ থেকেই প্রেম। এর পরেই একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। সবার অগোচরে চুপিচুপি বিয়ে করে সুনিধি এবং ববি। সুনিধির সঙ্গে ববির সম্পর্ক মেনে নিতে পারেননি গায়িকার মা-বাবা। কারণ ববিকে তাঁদের সুনিধির 'যোগ্য' বলে মনে হয়নি। এর ফলে সুনিধির সঙ্গে তাঁর মা-বাবার দূরত্ব তৈরি হয়। কিন্তু ববির সঙ্গেও তাঁর সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।
advertisement
ববিকে বিয়ে করলেও তাঁদের সংসার সুখের হয়নি। বলিপাড়া সূত্রে খবর, মতের অমিল হওয়ায় মাঝেমধ্যেই অশান্তি হত সুনিধি এবং ববির। তখনই তিনি বিচ্ছেদের মামলা করেন। বিয়ের এক বছর পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন সুনিধি এবং ববি। শেষের দিকে ববির সঙ্গে এক ছাদের তলায় থাকতেনও না গায়িকা। বলিপাড়া সূত্রে খবর, সে সময় বলি অভিনেতা অনু কপূর এবং তাঁর স্ত্রী অরুণিতা মুখোপাধ্যায়ের সঙ্গে থাকতেন সুনিধি।
advertisement
২০০৩ সালে ববির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় সুনিধির। প্রথম বিয়েকে নিজের জীবনের ‘বড় ভুল’ হিসাবে দেখেন গায়িকা। এক পুরনো সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছিলেন সুনিধি। সুনিধি বলেন, ‘‘আমি জীবনে অনেক ভুল করেছি। কিন্তু আমি সেই ভুলগুলির প্রতি কৃতজ্ঞ। এত কম বয়সে আমার উপর এত ঝড় বয়ে গিয়েছে সেই জন্য কিন্তু ভগবানকে আমি প্রতি মুহূর্তে ধন্যবাদ জানাই।’’
advertisement
advertisement
advertisement
ববির সঙ্গে বিচ্ছেদের পর সঙ্গীতনির্মাতা হিতেশ সোনিকের সঙ্গে সম্পর্কে জড়ান সুনিধি। হিতেশের সঙ্গে বহু বছর ধরেই বন্ধুত্ব ছিল সুনিধির। সেই বন্ধুত্বই প্রেমে পরিণত হয়। এর পর ফের প্রেম আসে সুনিধির জীবনে। সঙ্গীত পরিচালক হিতেশ সোনিকের প্রেমে পড়েন তিনি। সুনিধি যখন 'মেরি আওয়াজ শুনো' জিতেছিলেন, তখন থেকেই হিতেশের সঙ্গে তাঁর বন্ধুত্ব। দু'বছর সম্পর্কে থাকার পর হিতেশকে বিয়ে করেন সুনিধি।
advertisement