WB HS Results 2024: উচ্চ মাধ্যমিকের ফলে অনেক পিছিয়ে গেল কলকাতা! কোন জেলা প্রথম স্থানে, শুনলে চমকে উঠবেন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
West Bengal HS 12th Class Result 2024: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। পরীক্ষা দেওয়ার ৬৯ দিনের মাথায় প্রকাশিত হল ফলফল। পাশের হারে এবারেও সব জেলাকে ছাপিয়ে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর।
কলকাতাঃ প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। পরীক্ষা দেওয়ার ৬৯ দিনের মাথায় প্রকাশিত হল ফলফল। পাশের হারে এবারেও সব জেলাকে ছাপিয়ে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগণা, তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর। চতুর্থ স্থানে কালিম্পং, পঞ্চম স্থানে রয়েছে কলকাতা। চলতি বছরে গত ১৬ ফেব্রুয়ারি শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। এ বছর উচ্চ মাধ্যমিকের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৯০ হাজার। মোট পরীক্ষাকেন্দ্র ছিল ২,৩৪১।
২০২৩-এ পাশের হার ছিল ৮৯.২৫ শতাংশ। প্রথম ১০-এ ছিল ৮৭ জন পরীক্ষর্থী। গত বছর পড়ুয়া ছিল ৮ লক্ষ ৫৩ হাজার। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কম এ বছর। ছাত্রদের শতকরা হার ৪৩.৪৮ ও এবং ছাত্রীদের ক্ষেত্রে শতকরা হার ৫৬.৫৩ শতাংশ। ছাত্রীরা সংখ্যায় ছাত্রদের তুলনায় ১ লক্ষ ৩ হাজার ৫৩ জন বেশি। ২৩৪১ টি পরীক্ষাকেন্দ্র থেকে এই বছর পরীক্ষা নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ সাত সকালে জাতীয় সড়কে ভয়ঙ্কর ঘটনা! সামান্য টোটো নদিয়ায় এ কী করল! শিউরে ওঠা কাণ্ড
অনলাইনে রেজাল্ট দেখতে হলে সংসদের অফিশিয়াল ওয়েবসাইটে করতে হবে লগ ইন। এ ছাড়া বেশ কয়েকটি বেসরকারি সংবাদমাধ্যমের ওয়েবসাইটেও দেখা যাবে ফল। ওয়েবসাইটগুলি হল, www.wbchse.wb.gov.in , www.wbresults.nic.in ও www.results.shiksh a । রেজাল্ট জানার পাশাপাশি এখান থেকে মার্কশিট ডাউনলোড করতে পারবে পড়ুয়ারা।
advertisement
advertisement
কীভাবে ফল দেখবেন?
– wbchse.wb.gov.in -এ অফিসিয়াল ওয়েবসাইটে যান।
– তারপর West Bengal HS Result 2024 লিঙ্কে ক্লিক করুন।
– এবার রোল নম্বর ও বিস্তারিত তথ্য দিন
– তারপর সাবমিট ক্লিক করুন
সংসদ জানিয়েছে, সরকারি ওয়েবসাইটের হোম পেজে ঢুকলেই স্কিনে একটি লেখা দেখতে পাবে পড়ুয়ারা। লেখাটি হল, West Bengal Higher Secondary Examination Results 2024। এতে ক্লিক করলেই খুলে যাবে একটি ফর্ম। তাতে লিখতে হবে রোল নম্বর ও জন্ম তারিখ। এর পর সাবমিট অপশনে ক্লিক করলে স্ক্রিনে চলে আসবে মার্কশিট। যা ডাউনলোড ও প্রিন্ট করতে পারবে ছাত্র-ছাত্রীরা। SMS ও অ্যাপেও রেজাল্ট দেখা যাবে।
advertisement
২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৬ ফেব্রুয়ারি, শেষ হয়েছে ২৯ ফেব্রুয়ারি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষের পর এবার ফলাফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থী-সহ তাদের অভিভাবকরা।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2024 1:18 PM IST

