Accident: সাত সকালে জাতীয় সড়কে ভয়ঙ্কর ঘটনা! সামান্য টোটো নদিয়ায় এ কী করল! শিউরে ওঠা কাণ্ড

Last Updated:

Accident: টোটোয় পঞ্জাব লরিতে ধাক্কা মারতেই আগুন লেগে যায় টোটোয়। আগুন আচমকা দাঁড়িয়ে থাকা সার বোঝাই লরিতে লেগে যায়।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
নদিয়া: জাতীয় সড়কের উপর পরপর তিনটি গাড়িতে আগুন। সাতসকালে পরপর তিনটি গাড়িতে আগুন লাগার কারণে ব্যাপক আতঙ্ক। ঘটনাস্থলে দমকল এবং পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাবলা ১২ নম্বর জাতীয় সড়কের।
জানা গিয়েছে, বাবলা ১২ নম্বর জাতীয় সড়কের অদ্বৈত পাঠ সংলগ্ন এলাকায় সার বোঝাই একটি পাঞ্জাব লরি দাঁড়িয়েছিল। হঠাৎ একটি টোটো এসে ওই পঞ্জাব লরিতে ধাক্কা মারতেই আগুন লেগে যায় টোটোটিতে। সেই আগুন আচমকা দাঁড়িয়ে থাকা সার বোঝাই লরিতে লেগে যায়। ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল একটি চিপস এবং পাপড় বোঝাই গাড়ি। পাশ দিয়ে যাওয়ার সময় সেই গাড়িটিতেও আগুন লেগে যায়। নিমেষের মধ্যে তিনটি গাড়িতেই আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গুরুতর জখম অবস্থায় টোটো চালককে স্থানীয়রা তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাঁড়িয়ে থাকা সার বোঝাই গাড়ির চালক এবং খালাসী তখন চা খাওয়ার জন্য রাস্তায় নেমেছিল। অন্যদিকে, চিপস এবং পাপড় বোঝাই গাড়ির চালক এবং খালাসি গাড়িতে আগুন লাগা দেখে নেমে পালিয়ে যায়। এরপর এলাকাবাসী চিৎকার চেঁচামেচি করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছে শান্তিপুর থানার পুলিশ এবং দমকলের কর্মীরা। প্রায় দুই ঘণ্টা ধরে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে দমকলের একটি ইঞ্জিন।
advertisement
এরপর ঘটনাস্থলে আসে আরও একটি ইঞ্জিন। সকাল সাড়ে সাতটা পর্যন্ত গাড়িতে আগুন জ্বলছিল। অন্যদিকে, আগুন নেভানোর চেষ্টা চালিয়ে গিয়েছে নিরন্তর দমকলকর্মীরা। স্থানীয়দের প্রাথমিক অনুমান, টোটো গাড়ির ব্যাটারি থেকেই এই আগুন লেগে থাকতে পারে। তবে কী কারণে হঠাৎ আগুন লাগল তা জানতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: সাত সকালে জাতীয় সড়কে ভয়ঙ্কর ঘটনা! সামান্য টোটো নদিয়ায় এ কী করল! শিউরে ওঠা কাণ্ড
Next Article
advertisement
Mamata Banerjee News: চব্বিশে জয়ের পর নজরে ছাব্বিশ, আজ থেকে দু দিনের কোচবিহার সফরে মমতা!
চব্বিশে জয়ের পর নজরে ছাব্বিশ, আজ থেকে দু দিনের কোচবিহার সফরে মমতা!
  • আজ থেকে কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী৷

  • দু দিনের কোচবিহার সফরে মমতা৷

  • ২০২৪-এর লোকসভা নির্বাচনে কোচবিহারে জয় পায় তৃণমূল৷

VIEW MORE
advertisement
advertisement