WB HS 12th Result 2023: 'প্রথমে শুনে বিশ্বাসই হচ্ছিল না,' বললেন উচ্চ মাধ্যমিকের নবম প্রত্যুষা

Last Updated:

WB HS 12th Result 2023: বড় হয়ে একজন শিক্ষিকা হওয়ার ইচ্ছে রয়েছে প্রত্যুষার

+
নবম

নবম স্থান অধিকারী প্রত্যুষা দাম

ইসলামপুর: ২৪ মে বুধবার প্রকাশিত হল এই বছরের উচ্চমাধ্যমিকের ফলাফল। রেজাল্ট ঘোষণা হল বেলা ১২টায় ৷ ইসলামপুর গার্লস হাইস্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী প্রত্যুষা দাম এবারের পরীক্ষায় ৪৮৮ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছেন। প্রত্যুষা ইসলামপুর গালর্স হাই স্কুলের কলা বিভাগের ছাত্রী। তাঁর বাড়ি ইসলামপুর শহরের শিবডাঙি পাড়ায়।
প্রত্যুষের নম্বর প্রকাশের পরেই আনন্দে আত্মহারা হয়েও পড়েন প্রত্যুষা ও তাঁর পরিবার। বড় হয়ে একজন শিক্ষিকা হওয়ার ইচ্ছে রয়েছে প্রত্যুষার। প্রত্যুষা বলেন এত ভাল রেজাল্ট হবে তা কখনোই আশা করতে পারিনি। স্কুলে কিছু হতে পারব এইরকমই আশা ছিল। প্রত্যুষা জানান সে সারা দিনে দুই থেকে তিন ঘন্টা বাড়িতে পড়াশোনা করে। প্রত্যুষা বলেন, ‘আমি ভাবতেই পারছি না। এতটাই খুশি আমি যে কি বলব বুঝতে উঠতে পারছি না।’
advertisement
advertisement
প্রত্যুষা আরও জানায়, “আজ ১২টা নাগাদ যখন ফল প্রকাশ করা হচ্ছিল, তখন আমি নেটে আমার রেজাল্ট দেখার চেষ্টা করছিলাম। সেই সময়েই স্কুলের একজন শিক্ষিকার ফোন আসে, এবং উনি আমাকে জানান যে আমি নবম স্থান পেয়েছি। আমার এই ফলাফলের পিছনে আমার স্কুলের শিক্ষিকাদের, আমার মা বাবার অনেক অবদান রয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাই।”
advertisement
এবারে প্রত্যুষার লক্ষ্য, একটি ভাল বিষয় নিয়ে স্নাতকস্তরে পড়াশোনা করা। ভবিষ্যতে তাঁর লক্ষ্য একজন ভাল শিক্ষিকা হওয়া। এই বিষয়ে তিনি জানান, “আমার বাবা একজন প্রাথমিক স্কুল শিক্ষক। এদিকে প্রত্যুষার ভাল ফলাফলে খুশি ইসলামপুরবাসী।
advertisement
পিয়া গুপ্তা
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WB HS 12th Result 2023: 'প্রথমে শুনে বিশ্বাসই হচ্ছিল না,' বললেন উচ্চ মাধ্যমিকের নবম প্রত্যুষা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement