WB HS Exam 2025 Full Routine: ২০২৫ সালেই শেষ পুরোনো নিয়মের উচ্চ মাধ্যমিক! আগামী বছর কবে কী পরীক্ষা? দেখে নিন সম্পূর্ণ রুটিন

Last Updated:

West Bengal HS Exam Date 2025 Full Routine: ২০২৫ সালেই শেষ হচ্ছে পুরনো নিয়মের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কারণ এ বছরে যারা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হবে, তাঁদের থেকে পরীক্ষা হবে সেমেস্টার পদ্ধতিতে।

উচ্চ মাধ্যমিক রুটিন
উচ্চ মাধ্যমিক রুটিন
কলকাতাঃ ২০২৫ সালেই শেষ হচ্ছে পুরনো নিয়মের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কারণ এ বছরে যারা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হবে, তাঁদের থেকে পরীক্ষা হবে সেমেস্টার পদ্ধতিতে। এই পড়ুয়ারা একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করবে নয়া পদ্ধতিতে। এরপর ২০২৬ সালে প্রথম ব্যাচের পড়ুয়া হিসেবে সেমেস্টার প্রথায় উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। অর্থাৎ একটি বোর্ড পরীক্ষা নয়, দু’বছরের সেমেস্টারের ফল মিলিয়েই প্রকাশিত হবে ফলাফল।

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার পুরো রুটিন:

১) ৩ মার্চ (সোমবার): বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাটি এবং পঞ্জাবি।
advertisement
২) ৪ মার্চ (মঙ্গলবার): হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেকট্রনিকস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপ্ররেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার – ভোকেশনাল সাবজেক্ট।
advertisement
আরও পড়ুনঃ চমকে দিল এ বছরের HS-র মেধাতালিকা! প্রথম-দ্বিতীয়-তৃতীয় স্থানে দারুণ চমক! দেখুন মেধাতালিকা…
৩) ৫ মার্চ (বুধবার): ইংরেজি (দ্বিতীয় ভাষা), বাংলা (দ্বিতীয় ভাষা), হিন্দি (দ্বিতীয় ভাষা), নেপালি (দ্বিতীয় ভাষা) এবং অল্টারনেটিভ ইংলিশ।
৪) ৬ মার্চ (বৃহস্পতিবার): অর্থনীতি।
৫) ৭ মার্চ (শুক্রবার): ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি।
৬) ৮ মার্চ (শনিবার): কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ডেটা সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভিস্যুয়াল আর্টস।
advertisement
৭) ১০ মার্চ (সোমবার): কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি এবং সোশিয়োলজি।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের ফলে অনেক পিছিয়ে গেল কলকাতা! কোন জেলা প্রথম স্থানে, শুনলে চমকে উঠবেন
১০) ১১ মার্চ (মঙ্গলবার): কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক এবং ফরাসি।
১১) ১৩ মার্চ (বৃহস্পতিবার): ম্যাথমেটিক্স (অঙ্ক), সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি এবং ইতিহাস।
advertisement
১২) ১৭ মার্চ (সোমবার): বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং পলিটিক্যাল সায়েন্স।
১৩) ১৮ মার্চ (মঙ্গলবার): স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এবং হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WB HS Exam 2025 Full Routine: ২০২৫ সালেই শেষ পুরোনো নিয়মের উচ্চ মাধ্যমিক! আগামী বছর কবে কী পরীক্ষা? দেখে নিন সম্পূর্ণ রুটিন
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement