Vidyasagar University: গবেষণা করতে ইচ্ছুক! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত পালপাড়া কলেজে রয়েছে সুযোগ

Last Updated:

পালপাড়া মহাবিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ, বাংলা, এডুকেশন ও দর্শনে গবেষণা করতে পারবেন ছাত্রছাত্রীরা।

পালপাড়া কলেজ 
পালপাড়া কলেজ 
পটাশপুর, মদন মাইতি: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অধীনস্ত পূর্ব মেদিনীপুরের একটি কলেজে পিএইচডি করার সুযোগ মিলছে। এই সুযোগ দিচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ব্লকের যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়। কলেজটি এবার কলা বিভাগের বিভিন্ন বিষয়ে গবেষণার দরজা খুলে দিয়েছে।
এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বাংলা, এডুকেশনে এবং দর্শনে গবেষণা করার সুযোগ রয়েছে। মোট আসনসংখ্যা আটটি। বাংলায় চারটি আসন। এছাড়াও এডুকেশনে দু’টি ও দর্শনে দু’টি। আগ্রহী ছাত্রছাত্রীরা বিজ্ঞপ্তি পড়ে বিষয়ভিত্তিক সব তথ্য জানতে পারবেন।
advertisement
advertisement
বিজ্ঞপ্তিতে, পিএইচডি-তে আবেদনের যোগ্যতা নিয়েও বিস্তারিত বলা হয়েছে। ইউজিসি-র নিয়ম অনুয়ায়ী যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।আবেদনকারীদের আবেদন যাচাই করা হবে। এর পর নেওয়া হবে ইন্টারভিউ। ইন্টারভিউয়ের জন্য নেট বা সেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। শুধুমাত্র নেট-সেট পাশ করলেই ইন্টারভিউয়ের ডাক মিলবে।
পাশাপাশি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেট (আরইটি) ( Research eligibility test) উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। রেট পরীক্ষা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যারা পাশ করেছেন তারাও ইন্টারভিউয়ের সুযোগ পাবেন। কলেজ জানিয়েছে, সমস্ত প্রক্রিয়া একেবারে স্বচ্ছভাবে করা হবে।
advertisement
আবেদন করতে হবে অনলাইনে। এজন্য প্রথমে বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্ক https://yspm.edu.in/ -এ গিয়ে আবেদনমূল্য জমা দিতে হবে। টাকা জমা করার পর কলেজের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। প্রতিটি নথি সঠিক কিনা তা আগে যাচাই করতে হবে। সব তথ্য মিলিয়ে দেখার পরই আবেদন সাবমিট করতে হবে। আবেদনকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন সম্পূর্ণ করতে হবে।
advertisement
অনলাইনে আবেদনের শেষ তারিখ ২০ ডিসেম্বর। তার আগেই সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে। এতদিন অনেককে গবেষণার জন্য বাইরে যেতে হত। এবার নিজের জেলার মধ্যেই গবেষণার সুযোগ মিলছে। গবেষণার এই সুযোগ জেলার উচ্চশিক্ষাকে উন্নত করবে। স্থানীয় ছাত্রছাত্রীদের আর দূরে যেতে হবে না। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় স্বীকৃত কলেজে পিএইচডি চালু হওয়ায় স্থানীয় ছাত্রছাত্রীরাও বেশ উপকৃত।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Vidyasagar University: গবেষণা করতে ইচ্ছুক! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত পালপাড়া কলেজে রয়েছে সুযোগ
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement