UPSC Topper: দেশ সেরা বাঙালি! UPSC-তে ভারতে প্রথম শিলিগুড়ির জয়দীপ! বিরাট কৃতিত্ব

Last Updated:

UPSC Topper: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মতো কঠিনতম পরীক্ষায় বাঙালি ছেলের এত বড় সাফল্য অর্জন করায় গর্বিত গোটা রাজ্য।

জয়দীপ রায়কে সংবর্ধনা
জয়দীপ রায়কে সংবর্ধনা
কলকাতা: ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট এক্সাম ২০২৪-এ সারা ভারতে প্রথম স্থান অধিকার করে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির ছেলে জয়দীপ রায়। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মতো কঠিনতম পরীক্ষায় এত বড় সাফল্য অর্জন করায় গর্বিত গোটা রাজ্য।
এই মেধাবী ছাত্রকে সংবর্ধিত করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। জয়দীপকে সম্মান জানাতে পেরে ভাল লাগছে, বলেন মেয়র। শিলিগুড়ি ৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়দীপ রায় শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হন।
আরও পড়ুন: যেন মা আর মাধ্যমিকের লড়াই! পরীক্ষা শুরুর দিনই প্রসব যন্ত্রণা ছাত্রীর! যা ঘটল, শিউরে উঠবেন শুনে
এরপর মুম্বই আইআইটি থেকে পড়াশোনা শেষ করেন তিনি। পরবর্তীতে ইউপিএসসি পরীক্ষা দেন, আর সেই পরীক্ষাতেই বাজিমাত। গোটা দেশের মধ্যে তিনি হলেন প্রথম। এই খবর প্রকাশিত হতেই শিলিগুড়ি তো বটেই বাংলার গর্বের মুকুটে জুড়ল আরও একটি পালক।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘মাধ্যমিক’ শব্দের অর্থ কী জানেন? রইল ৪ অপশন, বলতে পারলে আপনি জিনিয়াস
জয়দীপ রায় জানিয়েছেন, আর কিছুদিন পরেই তিনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্গত বৈজ্ঞানিক হিসেবে যোগদান করতে চলেছেন। এছাড়াও সৌভিক সাহা বলেও আরেকজন কৃতী ছাত্র সফলতা পেয়েছে এই একই পরীক্ষায়। তাঁকেও এদিন শুভেচ্ছা জানালেন শিলিগুড়ির মেয়র।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
UPSC Topper: দেশ সেরা বাঙালি! UPSC-তে ভারতে প্রথম শিলিগুড়ির জয়দীপ! বিরাট কৃতিত্ব
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement