Madhyamik Exam 2025: যেন মা আর মাধ্যমিকের লড়াই! পরীক্ষা শুরুর দিনই প্রসব যন্ত্রণা ছাত্রীর! যা ঘটল, শিউরে উঠবেন শুনে
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Madhyamik Exam 2025: মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন প্রথম দিনে প্রসব যন্ত্রণা উঠল এক পরীক্ষার্থীর। তারপর? মারাত্মক কাণ্ড...
মুর্শিদাবাদ: মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন প্রথম দিনে প্রসব যন্ত্রণা উঠল এক পরীক্ষার্থীর। প্রশাসনের তৎপরতায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে। মুর্শিদাবাদ জেলার কান্দির বাঘডাঙ্গা রামেন্দ্র সুন্দর বিদ্যাপীঠের ছাত্রী হাসিনা খাতুন।
এবছর তাঁর পরীক্ষার সেন্টার পড়েছিল কান্দি রাজা মণীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের। বাংলা পরীক্ষা চলাকালীন হঠাৎই তাঁর প্রসব যন্ত্রণা ওঠে। বিষয়টি জানানো হয় স্কুল কর্তৃপক্ষকে। তারপরেই কান্দি থানার পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য।
আরও পড়ুন: ‘মাধ্যমিক’ শব্দের অর্থ কী জানেন? রইল ৪ অপশন, বলতে পারলে আপনি জিনিয়াস
কান্দি মহকুমা হাসপাতালে বসেই মাধ্যমিকের বাংলা পরীক্ষা দেবেন ওই ছাত্রী বলেই জানা গিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, কান্দির বাঘডাঙ্গা নিবাসী আসের সেখ তাঁর কন্যা হাসিনা খাতুন। গত এক বছর আগে কান্দির ন’পাড়া গ্রামে বিয়ে হয়। বর্তমানে ওই পরীক্ষার্থী ন’মাসের অন্তঃসত্ত্বা। ফলে সোমবার পরীক্ষা চলাকালীন তাঁর প্রসব যন্ত্রণা উঠলে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে প্রশাসনের ভূমিকাতে খুশি পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
আরও পড়ুন: খেতে খুব স্বাদ-দামেও কম! কিন্তু শরীরে একবার ঢুকলে ভিতর থেকে শেষ করে দেয় এই মাছ! জানুন
রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতে শুরু হয়েছে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। এবছর মুর্শিদাবাদ জেলাতে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯৪ হাজার ৪৪৮ জন। যার মধ্যে ছাত্রের সংখ্যা রয়েছে ৪১ হাজার ৬৯৫ জন। ছাত্রীর সংখ্যা ৫২ হাজার ৭৫৩ জন। মুর্শিদাবাদ জেলাতে মোট ১৫৩টি পরীক্ষাকেন্দ্র গড়ে তোলা হয়েছে। যার মধ্যে মোট ভেন্যু ৮৬টি ও সাব ভেনু হল ৭৭টি। ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে নিশ্চিদ্র নিরাপত্তা মুড়ে ফেলা হয়েছে পরীক্ষাকেন্দ্র।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
February 10, 2025 2:12 PM IST