UPSC CSE 2023: শুরু হল UPSC, জেনে নিন পরীক্ষার গুরুত্বপূর্ণ নিয়মাবলী

Last Updated:

২৮ মে থেকে শুরু UPSC প্রিলিমস পরীক্ষা। ২০২৩ সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমিস্ পরীক্ষাটি পরিচালনা করবে ইউনিয়ন অফ পাবলিক সার্ভিস কমিশন

শুরু হল UPSC, জেনে নিন পরীক্ষার গুরুত্বপূর্ণ নিয়মাবলী
শুরু হল UPSC, জেনে নিন পরীক্ষার গুরুত্বপূর্ণ নিয়মাবলী
২৮ মে থেকে শুরু UPSC প্রিলিমস পরীক্ষা। ২০২৩ সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমিস্ পরীক্ষাটি পরিচালনা করবে ইউনিয়ন অফ পাবলিক সার্ভিস কমিশন৷ দুটি শিফটে্ নেওয়া হবে এই পরীক্ষা৷ প্রথম ভাগে পরীক্ষা শুরু হবে ৯.৩০ থেকে চলবে ১১.৩০ পর্যন্ত৷ দ্বিতীয় ভাগে পরীক্ষা শুরু হবে ২.৩০ থেকে চলবে ৪.৩০ পর্যন্ত৷ আবেদনকারী প্রার্থীরা ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট upsconline.nic.in অথবা upsc.gov.in থেকে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন৷
প্রত্যেক পরীক্ষার্থীর কাছে অ্যাডমিট কার্ড থাকা বাঞ্ছনীয়। তাই অনলাইনে অবশ্যই ডাউনলোড করে নিন। কারণ ডাক পরিষেবার মাধ্যমে অ্যাডমিট কার্ড দেওয়া হবে না। আবার অ্যাডমিট কার্ড ছাড়া কোনওভাবেই পরীক্ষায় বসতে দেওয়া হবে না৷
দেশের অন্যতম কঠিন এই সরকারি চাকরি পরীক্ষায় বসার বেশ কিছু নিয়ম রয়েছে৷ ইচ্ছুক প্রার্থীদের এই সমস্ত নিয়ম নির্দেশিকা মেনেই পরীক্ষা দিতে হবে৷ সমস্ত পরীক্ষাটি স্থানীয় পুলিশের তত্ত্বাবধানে হয়ে থাকে৷
advertisement
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক ইউপিএসসির নিয়মকানুন
১. শেষ মুহূর্তের যে কোনওরকম অসুবিধা এড়াতে প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত এক ঘণ্টা আগে পরীক্ষার হলে পৌঁছাতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পর দেরিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
২. OMR শীটে উত্তর চিহ্নিত করার জন্য শুধুমাত্র কালো বলপয়েন্ট পেন অনুমোদিত। অন্য কোনও রঙের পেন ব্যবহার করলে তা গ্রহনযোগ্য হবে না৷
advertisement
৩. অ্যাডমিট কার্ড ছাড়াও, সমস্ত প্রার্থীকে অবশ্যই একটি বৈধ ফটো আইডি প্রমাণ (যেমন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, বা আধার কার্ড) আনতে হবে৷ কার্ডের তথ্য যেন তাঁদের অ্যাডমিট কার্ডে থাকা তথ্যের সঙ্গে মিলে যায়৷
৪. পরীক্ষার হলে মোবাইল ফোন এবং স্মার্টওয়াচের মতো ইলেকট্রনিক ডিভাইস বা গ্যাজেট রাখা কঠোরভাবে নিষিদ্ধ।
advertisement
৫. প্রার্থীদের পরীক্ষার হলে জলের বোতল, ছোট হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক সঙ্গে রাখার অনুমতি রয়েছে৷
৬.প্রার্থীদের পরীক্ষার প্রতিটি সেশনের জন্য একটি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে। অ্যাডমিট কার্ডে প্রিন্ট করা ছবি অস্পষ্ট হলে এই ছবিগুলো ব্যবহার করা হবে।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
UPSC CSE 2023: শুরু হল UPSC, জেনে নিন পরীক্ষার গুরুত্বপূর্ণ নিয়মাবলী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement